দক্ষিণ দিনাজপুর জেলায় এবারের সচেতনামূলক নির্বাচনী প্রচারের মুখ জীবন্ত ম্যাসকট
1 min readদক্ষিণ দিনাজপুর জেলায় এবারের সচেতনামূলক নির্বাচনী প্রচারের মুখ জীবন্ত ম্যাসকট
তপন চক্রবর্তী,৩,ফেব্রুয়ারী: বালুরঘাট-দক্ষিণ দিনাজপুরদক্ষিণ দিনাজপুর জেলায় এবারের সচেতনামূলক নির্বাচনী প্রচারের মুখ জীবন্ত ম্যাসকট। জেলার বিখ্যাত লোকনাট্য খন পালাগানের দুটি চরিত্র খনাদাদু ও খনাদিদা(বুড়া বুড়ি)। বুধবার দুপুরে এই ম্যাসকট প্রকাশ্যে আনেন জেলাশাসক নিখিল নির্মল। এদিন আনুষ্ঠানিক উদ্বোধন ও নতুন ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রতীকী ভোটদান করে এবারের ম্যাসকট খনাদাদু খনাদিদা। করোনা মহামারীর মধ্যে সম্পন্ন হবে এবারের নির্বাচন। ফলে ভোটাররা যাতে মাস্ক পরে ভোট কেন্দ্রে আসেন এই বিষয়টি নিশ্চিত করতে ম্যাসকট কে মাস্ক পরিয়ে প্রচারে নামানো হচ্ছে। এই ম্যাসকট জেলায় সচেতনতামূলক নির্বাচনী প্রচারে অংশ নেবে।
এবার নতুন ভোটারদের পাশাপাশি আশির ঊর্ধ্বে যে ভোটাররা আছেন তাদেরও ভোটদান উৎসাহিত করতে খন লোকনাট্য এর বুড়া বুড়িকে বেছে নেওয়া হয়েছে।এবিষয়ে জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক নিখিল নির্মল জানিয়েছেন, এই জেলায় বিখ্যাত ও জনপ্রিয় লোকনাট্য হচ্ছে খন। এছাড়া আশির ঊর্ধ্বে ভোটারদের উৎসাহিত করতে খনের এই খনা দাদু দিদাকে ম্যাসকট হিসেবে বেছে নেওয়া হয়েছে। যেহেতু ১৬ হাজারেরও বেশি ভোটার রয়েছেন যাদের বয়স আশির ঊর্ধ্বে।