৭ই মার্চ প্রধান মন্ত্রীর ব্রিগেডকে সফল করতে কালিয়াগঞ্জে বিজেপির মিছিল ও সভা
1 min read৭ই মার্চ প্রধান মন্ত্রীর ব্রিগেডকে সফল করতে কালিয়াগঞ্জে বিজেপির মিছিল ও সভা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২ মার্চ:আগামী ৭ মার্চ প্রধান মন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির সমাবেশকে ঐ তিহাসিক করার শপথ নিয়ে বিজেপি দলের পক্ষ থেকে কালিয়াগঞ্জ শহর ও গ্রামে চলছে মিছিল মিটিং ও স্যান্ধ্ কালীন বৈঠক।বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি ভবানী চরণ সিংহ বলেন কালিয়াগঞ্জ পৌর শহরের ১৭টি ওয়ার্ড এবং কালিয়াগঞ্জ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতে
৭ই মার্চের নরেন্দ্র মোদির ব্রিগেডের জনসভায় যাবার জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।ভবানিবাবু বলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধান সভা আসনটি এবার তাদের কাছে অত্যন্ত প্রেস্টিজিয়াস কেন্দ্র।কালিয়াগঞ্জের বিধান সভা কেন্দ্রটি জেলার মধ্যে নজর কারা কেন্দ্র হয়ে উঠেছে বিভিন্ন কারনে।তৃণমূলের বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে এই এলাকার মানুষজন বিজেপির প্রার্থীকে জয়ী করবার জন্য প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করে দিয়েছে বলে জানান।৭মার্চ ব্রিগেডের জনসভাকে সফল করতে বিজেপির যুব মোর্চা, মহিলা মোর্চা সহ বিজেপির নেতৃত্বরা পাড়ায় পাড়ায় প্রচারে নেমে পড়েছে।