January 9, 2025

জোটকে শক্তিশালী করতে কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সী বছর দেড়েক পর কালিয়াগঞ্জে এসে কর্মী বৈঠক করলেন

1 min read

জোটকে শক্তিশালী করতে কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সী বছর দেড়েক পর কালিয়াগঞ্জে এসে কর্মী বৈঠক করলেন

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২মার্চ:বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ হতেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে কংগ্রেস নেত্রী প্রিয় জাযা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সী এসেই কংগ্রেস নেতৃত্বদের নিয়ে একাধিক কর্মী বৈঠক সারলেন।মঙ্গলবার দীপা দাসমুন্সী তার শ্রীকলোনীর বাড়িতে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ কালিয়াগঞ্জ ব্লক ও শহর কংগ্রেস কর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন।উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ্,জেলাযুব কংগ্রেস সভাপতি তুষার গুহ,কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সুজিৎ দত্ত,শহর কংগ্রেস সভাপতি তুলসী জয় সোয়াল,ব্লক যুব কংগ্রেস সভাপতি গিরিধারী প্রামানিক ছাড়াও

উপস্থিত ছিলেন ব্লক মহিলা কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী জাহেদা খাতুন,শহর মহিলা কংগ্রেসের সভানেত্রী মঞ্জুরী দত্ত দাম।কর্মী বৈঠকে কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সী বলেন বাম-কংগ্রেস জোটের কাজ যেন প্রকৃত অর্থে আমরা করতে পারি।আমাদের লক্ষ থাকবে বিজেপিকে প্রতিহত করে আমাদের জোটের প্রার্থীর জয় সুনিশ্চিত করা।যদিও দীর্ঘদিন বাদে দীপা দাসমুন্সী কালিয়াগঞ্জে পা রাখায় জোটের অনেকেই ভালো ভাবে তাকে গ্রহণ করতে পারছেনা।তাদের বক্তব্য কংগ্রেস দলের আপদে বিপদে তাকে দেখা যায়না।অথচ কালিয়াগঞ্জে যদি তিনি থাকতেন তাহলে কংগ্রেসের সংগঠন অনেক শক্তিশালী হতে পারত বলে তারা মনে করেন।প্রয়াত ভূমিপুত্র তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর প্রয়া নের পর তারা ভেবেছিলেন দীপা দাসমুন্সী তাদের দলকে এবং সংগঠনকে ধরে রাখবে।আমাদের মাথার উপর একটা বড় ছাতা থাকবে।কিন্তূ সেই আশা তাদের আশাই থেকে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..