January 8, 2025

গোটা রাজ্যের পাশাপাশি বাংলা নিজের মেয়েকে চাই স্লোগানের সূচনা করা হল ইটায়ারে

1 min read

গোটা রাজ্যের পাশাপাশি বাংলা নিজের মেয়েকে চাই স্লোগানের সূচনা করা হল ইটায়ারে

২রা মার্চ শশাঙ্ক সরকার ইটাহার: গোটা রাজ্যের পাশাপাশি বাংলা নিজের মেয়েকে চাই স্লোগানের সূচনা করা হল ইটায়ারে। এদিন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এক কর্মী সভার মাধ্যমে ইটাহার চৌরাস্তা এলাকার দলীয় কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিক সম্মেলন এই কর্মসূচির আয়োজন করা হয় ইটাহারের বিধায়ক অমল আচার্যর উপস্থিতিতে।

 

এদিনের সাংবাদিক সম্মেলন এর মাধ্যমে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব ও মন্ত্রীরা বিভিন্ন জনসভা থেকে দেবী দূর্গা ও বাংলার মেয়েদের নিয়ে যে কুরুচিকর মন্তব্য করে রাজনৈতিক উত্তাপ্ত বাড়াচ্ছে তার প্রতিবাদ করে সরব হন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অমিত গাঙ্গুলী ও ইটাহারের বিধায়ক অমল আচার্য। এদিন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় দলীয় কার্যালয়ে বাংলা নিজের মেয়েকে চাই স্লোগানকে সামনে রেখে ব্লকের কিছু তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের উপস্থিতিতে বিধানসভার ভোটকে

সামনে রেখে সাংবাদিক সম্মেলন করে বিজেপি পার্টিকে তুলোধুনো করে বলেন বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় বাংলার মেয়ে ও মা দূর্গাকে নিয়ে যে সব কুরুচিকর মন্তব্য করছেন তার তীব্র নিন্দা জানান। পাশাপাশি তৃণমূল এর সরকার পশ্চিমবাংলায় আবার একক ভাবে ক্ষমতায় আসবে এবং বাংলার মানুষ আবার নিজের মেয়ে মমতা বন্দোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চাই বলে আশাবাদী বলে জানান। এদিনের কর্মসূচিতে ইটাহারের বিধায়ক অমল আচার্য ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন, ব্লক তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান নাজমূল হুসেন, ব্লক সভানেত্রী পম্পা চৌধুরী, তৃণমূল নেতৃত্ব বিনয় সরকার, ব্লক যুব তৃণমূল সভাপতি অশোক দাস, অঞ্চল সভাপতি বিকাশ সরকার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..