ভাইজান আব্বাস শেষ পর্যন্ত বাম-কংগ্রেস-জোটের ভাইরাসে পরিনত হতে যাচ্ছে কি,প্রশ্ন জনগনের
1 min readভাইজান আব্বাস শেষ পর্যন্ত বাম-কংগ্রেস-জোটের ভাইরাসে পরিনত হতে যাচ্ছে কি,প্রশ্ন জনগনের
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ২মার্চ:ভোট বড় বালাই।বামেদের সম্পর্কে সবার ধারণা ছিল তারা পশ্চিমবঙ্গের মাটিতে ভোটের লাভের কারনে একটি কট্টর মৌলবাদী দলের সাথে এভাবে জোট গড়ার ফাঁদে পা কোন ভাবেই দেবেনা ।কিন্তূ সবার হিসাব নিকাস পাল্টে দিয়ে সামান্য তিন চারটে আসনের লোভে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে তার সমস্ত কেস তুলে নিয়ে তাকে মাথায় চড়ে নাচছে।ঠিক একই খেলায় সিপিআইএম এর মত একটি দলকেও সব কিছু ভুলে আব্বাস ভাইজানের মত একটি আপাদ মস্তক সাম্প্রদায়িক মৌল বাদী দলের সাথে জোট করে ভবিষ্যতে যে পস্তাবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই।সকাল দেখলেই যেমন বোঝা যায় দিনটি কেমন যাবে ব্রিগেডের প্রথম দিনের আব্বাস ভাইজানের অহংকার এবং অনেতৃত্ব সুলভ আচরণ জানান দিয়েছে আগামীতে ভাইজানের আই এফ এস নামক দল ভবিষ্যতে কোন
চেহারা নিতে পারে।যে নেতা সংসদের বিরোধী দলের নেতা অধীর চৌধুরীকে মঞ্চে সম্মান না দিয়ে ছত্রিশগরের কংগ্রেসি মুখ্যমন্ত্রীকে সম্মান জানাতে পারেনা সে আর যাই হোক ধরা কে যে সরা ভাবতে এখনই শুরু করে দিয়েছে তা জলের মতই পরিষ্কার।অদূর ভবিষ্যতে বাম-কংগ্রেস জোটকে যে নানা ভাবে বিপদে ফেলার খেলায় খেলতে শুরু করবে এ ব্যাপারে নিশ্চিত ভাবেই বলা যায়।বিমান,সেলিম ও সুজনের মত বিচক্ষণ ব্যক্তিরাও মমতার পথের পথিক হয়ে একজন যুব মৌলবাদিকে ঘাড়ে তুলে নিয়ে নাচতে শুরু করে দিল তা পশ্চিম বঙ্গের অগণিত বাম মনোভাবাপন্ন মানুষ কোন ভাবেই এটা মেনে নিতে পারেনা বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।ভাইজান শেষ পর্যন্ত বাম-কংগ্রেস জোটে যে রাজনৈতিক ভাইরাসে পরিণত হবে তা আগাম বলা যেতে পারে।যা কিনা ক্ষুদ্র লাভের আশায় সাশক দল যেমন মুসলিমদের ভোট পাবার আশায় করে আসছিল এখন সেই একই পথ অনুসরণ করতে বাধ্য হল এই রাজ্যের বাম-জোট ।তাতে বাম-কংগ্রেস জোট কতটা উপকৃত হতে পারবে তা ভবিষ্যতই বলতে পারবে।