October 24, 2024

ফারাক্কা থেকে ডালখোলা পর্যন্ত বেহাল ৩৪নম্বর জাতীয় সড়কের উপর উচ্চ আদালতে জনস্বার্থে মামলা

1 min read





তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর–মুর্শিদাবাদের ফারাক্কা থেকে উত্তর দিনাজপুর জেলার ডাল খোলা পর্যন্ত ৩৪নম্বর জাতীয় সড়কের বেহাল দশার উপর কলকাতা উচ্চ আদালতে একটি জনস্বার্থকরি মামলা দাখিল করেন জনৈক সমাজ সেবী দেবেশ সাহা।  গত ২৪শে ডিসেম্বর এই মামলাটি হাই কোর্টে দাখিল হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই মামলার হয়ে লড়বেন কলকাতা হাই কোর্টের বিশিষ্ট আইনজীবি কল্যাণ চক্রবর্তী।মামলাটি সম্পুর্ন জনস্বার্থের ভিত্তিতে করা হয়েছে।
কারন ফারাক্কা থেকে ডালখোলা পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়ক নামে হলেও এই রাস্তায় চলাচলকারী মানুষের জীবনের কোন মূল্য নেই।খালে খন্দকে ভরা এই রাস্তাদিয়ে যাওয়া যে কোন মানুষের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।এই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন প্রতিদিন কম করেও চার থেকে পাঁচ বার জ্যামের মধ্যে পড়তে হয়।
উত্তরবঙ্গ থেকে লরিতে করে আসা প্রচুর কাঁচা মাল রাস্তার মধ্যেই নষ্ট হয়ে যাবার ফকে প্রচুর পরিমানে আর্থিক ক্ষয়ক্ষতির স্বীকার হতে হচ্ছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই রাস্তায় কম বেশি যাতায়াতকারী দুই লাখ  মানুষকে সমূহ বিপদের মধ্যে পড়তে হয়।এছাড়াও ৩৪নম্বর জাতীয় সড়কের বেহালের কারনে রাস্তাজুড়ে বিভিন্ন   স্থানে গাড়ি খারাপ হয়ে পরে থাকে।এতটাই রাস্তা খারাপ যে ডালখোলা থেকে ফারাক্কা এই টুকু রাস্তায় দুর্ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।জানা যায় আগামী ৪ঠা জানোয়ারী এই মামলা কলকাতা উচ্চ আদালতে উঠবে  বলে জানা যায়।অবিলম্বে মালদা টাউনে থেকে একটি বাইপাস রোড না হলে মালদা শহরে ও যানজট ও দুর্ঘটনার কবলে মানুষদের পড়তে হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *