December 25, 2024

কালিয়াগঞ্জে জেলা হিউম্যান রাইটসের উদ্দ্যোগে সেমিনার

1 min read

কালিয়াগঞ্জে জেলা হিউম্যান রাইটসের উদ্দ্যোগে সেমিনার

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭,ফেব্রুয়ারী:শনিবার উত্তর দিনাজপুর জেলা হিউম্যান রাইটসের উদ্দ্যোগে কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে প্রতিবন্ধী,ক্রেতা সুরক্ষা ও মহিলাদের অধিকারের বিষয় নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলকাতা হাই কোর্টের এডভোকেট কুশল দাস।তিনি বলেন রাজ্যের প্রতিবন্ধীদের জন্য নুতন আইন তৈরী হলেও রাজ্যের প্রতিবন্ধী সমাজের উপকারে আজ পর্যন্ত তা কার্যকরী হয়নি।ফলে হতদরিদ্র রাজ্যের প্রতিবন্ধীরা সেই নুতন আইনের মাধ্যমে কোন উপকার পাচ্ছেনা।আমাদের এ ব্যাপারে সচেষ্ট হতে হবে প্রতিবন্ধীদের স্বার্থেই। বক্তব্য রাখেন এডভোকেট রুমকি সমাজদার।

তিনি বাল্য বিবাহ রোধে পরিবারের অভিভাবকদের সবার আগে সচেতন হবার আহ্বান জানান।তিনি বলেন আমরা অধিকাংশ অভিভাবকগণ মেয়ের শিক্ষার পরিবর্তে কি করে বয়সের কথা চিন্তা ভাবনা না করে মেয়ের বিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে পরি ভবিষ্যতের কথা না ভেবেই।ফলে যা হবার তাই হয়ে থাকে। কোন ভাবেই মেয়ের বয়স ১৮ হবার আগে মেয়ের বিয়ের কথা ভাবা বন্ধ করতে হবে।তিনি ক্রেতা সুরক্ষার ব্যাপারে বলতে গিয়ে বলেন ক্রেতাদের দ্রব্য ক্রয়ের ব্যাপারে সবার আগে সচেতন হওয়া প্রয়োজন।তা না হলে ক্রেতাদের ক্রমাগত ঠকে যেতেই হবে।ক্রেতাদের সচেতন হয়ে সংগঠিত হতে হবে।তবেই বিক্রেতারা সজাগ হতে পারে।বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর প্রতিবন্ধী সম্মেলনের জেলা সম্পাদক উত্তম গুহ,এডভোকেট গীতা আগরওয়াল।জেলা হিউম্যান রাইটসের আহ্বায়ক তথা এডভোকেট সুজয় চক্রবর্তী বলেন জেলা হিউম্যান রাইটস এই ধরনের সেমিনার মাঝে মধ্যেই করে থাকে সাধারণ মানুষদের সচেতন করবার উদ্দেশ্যে নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *