December 25, 2024

উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্দ্যোগে ” রক্তের জন্য হাটুন”কর্মসূচি-

1 min read

উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্দ্যোগে ” রক্তের জন্য হাটুন”কর্মসূচি-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭ ফেব্রুয়ারী: শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্দ্যোগে “রক্তের জন্য হাটুন”কর্মসূচি পালন করা হল।দুপুর একটায় কালিয়াগঞ্জ বয়রা মায়েরCE মন্দির চত্বর থেকে মিছিলটি শহর পরিক্রমা করে মিছিলটি বিবেকানন্দ এসে হয়।উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ব্লাড ডোনার্স ফোরামের

জেলা সম্পাদক সুব্রত সরকার বলেন উত্তর দিনাজপুর জেলায় করোনা আবহের কারনে গত একবছর ধরে রক্তদান শিবির কম হবার ফলে উত্তর দিনাজপুর জেলা বর্তমানে চরম রক্ত সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে।সেই কারণে তারা শহরের মানুষদের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে আজকের এই রক্তের জন্য হাটুন কর্মসূচি নিয়েছেন।এই কর্মসূচিতে পা মেলান পশ্চিমবঙ্গ ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক তথা ১১৩ বারের রক্তদাতা অপূর্ব ঘোষ।পদ যাত্রায় অংশগ্রহনকরে কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতির সভাপতি কানা ই শেঠ,সম্পাদক সন্দীপ ধর,উৎপল সেন ,কৃষ্ণ ব্যানার্জী,সন্তোষ বেঙ্গানি সহ শহরের বিশিষ্ট ব্যক্তিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *