নির্বাচনে গাছের গায়ে পেরেক গেঁথে রাজনৈতিক প্রচার করলে ব্যবস্থা নেবে প্রশাসন।খুশী পরিবেশ কর্মীরা
1 min readনির্বাচনে গাছের গায়ে পেরেক গেঁথে রাজনৈতিক প্রচার করলে ব্যবস্থা নেবে প্রশাসন।খুশী পরিবেশ কর্মীরা
নিজস্ব সংবাদদাতা:আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেল।গতকাল নির্বাচন কমিশন নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করেছে। 27 মার্চ পশ্চিমবঙ্গে প্রথম ভোট। দক্ষিণ দিনাজপুরের সমস্ত বিধানসভা কেন্দ্রে ভোটের দিনক্ষণ ঠিক হয়েছে 26 এপ্রিল। আজ সেইসব উপলক্ষ্যে জেলাশাসক নিখিল নির্মল এক সাংবাদিক বৈঠক করলেন জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে। এবার দক্ষিণ দিনাজপুরে মোট পুরুষ ভোটার 6,52,575 জন, মোট মহিলা ভোটার 6,22,225 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 66 জন।
জেলার ভোটার দের ক্ষেত্রে এ এম এফ ( Assured Minimum Facilities ) সুবিধাও সুনিশ্চিত করার উদ্যোগ নিচ্ছে প্রশাসন।সাংবাদিক বৈঠকেই এক প্রশ্নের উত্তরে জানানো হয় কোন রাজনৈতিক দলই গাছের গায়ে পেরেক গেঁথে নির্বাচনী প্রচার করলে আইন মেনে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়টিকে স্বাগত জানান পরিবেশকর্মীরা। সুতপা দাশগুপ্ত সনাতন প্রামাণিকরা বলেন -‘ গাছের গায়ে পেরেক গেঁথে নির্বাচনী প্রচার চালানো উচিত নয়।ওদের প্রাণ আছে। যারা কথা বলতে পারে না
তাদের কথাও ভাবা উচিত’।সাংবাদিক বৈঠক শেষে মিডিয়া সেনসিটাইজেশন ওয়ার্কশপে ফেক নিউজ, পেড নিউজ, নির্বাচনী প্রচারে ব্যক্তিগত আক্রমণ,দেশের স্বার্থবিরোধী বক্তব্য পরিহার ইত্যাদি বিষয়ে সাংবাদিক দের নিয়ে কর্মশালা হয়।
পরিচালনা করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী।সাংবাদিক বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) জিতিন যাদব, অতিরিক্ত জেলশাসক (উন্নয়ন) মনীশ ভার্মা প্রমুখ।