December 24, 2024

ভোটের উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে বেশকিছু অভিনব উদ্যোগ নিতে চলছে উত্তর দিনাজপুর জেলার নির্বাচনী দপ্তর।

1 min read

ভোটের উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে বেশকিছু অভিনব উদ্যোগ নিতে চলছে উত্তর দিনাজপুর জেলার নির্বাচনী দপ্তর।

তনময় চক্রবর্তী বারো মাসে তেরো পার্বণ। আর এই ভোট উৎসব এখন একটি পার্বণ হয়ে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটদান। এই পর্বে গত পাঁচ বছরে কোন রাজনৈতিক দল কেমন কাজ করলো তার চুলচেরা বিশ্লেষণের পালা জনতা জনার্দন তার মূল্যবান ভোট দিয়ে সেই রাজনৈতিক দলের প্রার্থীদের পরীক্ষা নেয় ভোট বাক্সে।  আর সেই সময় প্রকৃত শিক্ষকের ভূমিকা পালন করে ভারতের নির্বাচন কমিশন। সেই ভোট পরীক্ষা যাতে সুষ্ঠু অবাধ এবং আকর্ষণীয় করা যায় তার জন্য নির্বাচন কমিশন নানান ধরনের কিছু আকর্ষণীয় উদ্যোগ নিয়ে থাকে প্রতিবারই।এর  একটি মাত্র কারণ যাতে সব ভোটারই তাদের গণতান্ত্রিক অধিকার টি সঠিক জায়গায় প্রয়োগ করতে পারে তার সুবন্দোবস্ত করা।

 

উত্তর দিনাজপুর জেলার নটি বিধানসভা কেন্দ্রে বিধানসভা ভোট আগামী ২২ এপ্রিল। জেলায় এবার নয়টি বিধানসভা কেন্দ্রের মোট ২১ লক্ষ ৫৩ হাজার ৬৭৬ জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন ৫০ হাজার ৬৪৭ জন। তাই নতুন ভোটারদের কাছে ভোট উৎসব কে আরও আকর্ষণীয় করে তুলতে প্রতি বারের মত এবারও বেশ কিছু উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুর জেলা নির্বাচনী দপ্তর। জেলা নির্বাচনী আধিকারিক অরবিন্দ কুমার মিনা জানান, নতুন ভোটারদের কাছে ভোট কে আকর্ষণীয় করে

তোলার জন্য এবং তাদের মধ্যে ভোট দান এর গুরুত্ব বাড়ানোর জন্য এবারও যেমন করা হবে বিভিন্ন জায়গায় আলোচনাচক্র তেমনি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পথনাটিকা ব্যবস্থা করা হয়েছে এর পাশাপাশি বিভিন্ন ধরনের ভোট দানের গুরুত্ব কে তুলে ধরতে ফ্লেক্স এর মাধ্যমে তুলে ধরা হবে বিভিন্ন রাস্তায় এবং মোড়ে মোড়ে। । জেলার নির্বাচনী আধিকারিক আরো জানান এর পাশাপাশি বিভিন্ন জায়গায় এবার  তরুণ ভোটারদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এমনকি অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। সব মিলে ভোট উৎসব কে যাতে প্রকৃত একটা উৎসবে পরিণত করা যায় তার জন্য নির্বাচনী দপ্তর জোর কদমে এখন ভীষণ ব্যস্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *