October 24, 2024

গঙ্গারামপুরে দক্ষিণ দিনাজপুর জেলা বই মেলা সাফল্যের মধ্য দিয়ে শেষ হল-

1 min read

তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর-–  গঙ্গারামপুরে বই  মেলা     গত ২২শে ডিসেম্বর থেকে ২৮শে ডিসেম্বর পর্যন্ত     সার্বিক সফলতায় গঙ্গারামপুর নিউমার্কেট ময়দানে পালিত হল ২৩ তম দক্ষিন দিনাজপুর জেলা বইমেলা ৷ ভেঙে দিলো গঙ্গারামপুর শহরেই আয়োজিত গত পাঁচ বছর আগের সমস্ত রেকর্ড ৷ এবারের বইমেলায় বইয়ের স্টল এসেছিলো সুদুর কলকাতা সহ নামি দামি প্রকাশনির ৮৬ টি ৷ কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী শেষ দিন পর্যন্ত বই বিক্রি হয়েছে পঁচিশ লক্ষ টাকার বেশি ৷ বই মেলার অনুষ্ঠান মঞ্চে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে চলে সাংস্কৃতিক অনুষ্টান ৷ এসেছিলেন জি বাঙলা খ্যাত শিল্পিরা ৷ অনুষ্ঠান মঞ্চের পাশাপাশি কবি ও সাহিত্যিকদের আড্ডাস্থল , কবিতা পাঠের আসর বসে মুক্তমঞ্চে ৷ যা কবিতাপ্রেমি মানুষদের আকর্ষনের উৎসস্থলে পরিণতি পায় 
৷ বই মেলার শেষদিনে মুলমঞ্চে আয়োজিত “কবিসম্মেলন”এ অংশ গ্রহন করেন জেলার বিশিষ্ট কবি সাহিত্যিকরা ৷ বি বই মেলায় দ্বিতীয় দিনে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস-চেয়ারম্যান বিপ্লব মিত্র ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন “পয়ারের” উদ্বোধন করেন। শুরুর দিন থেকে শেষদিন পর্যন্ত বইপ্রেমিদের ভীড়ে উপচে পরা বইমেলায় প্রবেশ ছিল অবাধ ৷ গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা তবা বইমেলার তত্বাবিধায়ক প্রশান্ত মিত্রের কথায় , ‘বইমেলার সার্বিক সফলতা নিয়ে আমাদের সমস্ত সংশয়ে জল ঢেলে দিয়েছেন বইপ্রেমিদের ভীড় ৷’


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *