October 29, 2024

একুশের বিধান সভাকে সামনে রেখে রাধিকাপুর অঞ্চলে তৃণমূলের কর্মী সম্মেলন

1 min read

একুশের বিধান সভাকে সামনে রেখে রাধিকাপুর অঞ্চলে তৃণমূলের কর্মী সম্মেলন

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩ জানুয়ারি:সামনের ২০২১শের বিধানসভাকে পাখির চোখ করে রবিবার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর উচ্চ বিদ্যালয়ে তৃণমূলের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়।বুথ ভিত্তিক এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।তৃণমূল সভাপতি উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন আমাদের সবাইকে মনে রাখতে হবে তৃণমূলের বিধায়ক প্রার্থী যিনিই হোক তাকেই আমাদের পূর্বের বিধান সভার উপ নির্বাচনের মত সবাই কে মাঠে নেমে পড়তে হবে।আমাদের এখন একটাই মূল মন্ত্র।বিধান সভা আসনটি আমাদের পুনরায় ফিরিয়ে আনতেই হবে।

অঞ্চল সম্মেলনে বক্তব্য রাখেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ,তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,তৃণমূল ব্লক সভাপতি নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি কমল ঘোষ,কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল মহিলা সভাপতি অন্নপূর্ণা চৌধরী,এবং রাধিকাপুর অঞ্চল সভাপতি মমতাজুল রহমান এবং মহম্মদ উয়াহেব।

তৃণমূলের অঞ্চল সম্মেলনে একটা আলোচনা প্রবলভাবে আলোচিত হয় যেন তেন প্রকারে কালিয়াগঞ্জের বিধান সভা আসনটি নিশ্চিত করে রাজ্যের নেত্রী মমতা বন্দোপাধ্যয়ের হাতটি মজবুত করার আহ্বান জানান।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন আমরা গ্রামের মানুষদের পাশে সদা সর্বদা থাকি।তিনি বলেন আমাদের গ্রামের বুথ এবং শহরের বুথ সব থেকে বেশি মজবুত অন্য সব দলের থেকে।

তাছাড়া আমরাই হলফ করে বলতে পারি প্রতিটি গ্রামের এবং শহরের মানুষ তৃণমূলের মা মাটি মানুষের সরকারের কাছ থেকে কোন না কোন সুযোগ সুবিধা পেয়ে থাকবেই।এসব স্বত্বেও আমরা গ্রামের কোন একটি মানুষও আমাদের সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য বর্তমানে দুয়ারে সরকার,গ্রামে সরকার এই কর্মসূচির মাধ্যমে আমরা নিশ্চিত হতে চাই কোন মানুষ যেন এই সরকারের কোন প্রকল্প থেকে কোনভাবেই বঞ্চিত না হয় সে ব্যাপারে আমরা শুধু ভাষণই দিয়ে থাকিনা উপভোক্তাকে তার ন্যায্য পাওনা পাবার ব্যবস্থা করে থাকি বলে তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সাংবাদিকদের জানান।কর্মী সম্মেলনে ব্যপক সংখ্যক কর্মীরা উপস্থিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *