October 29, 2024

আলিপুরদুয়ার বৈদিক সমাজের নেতৃত্ত্বে এক বৃহত্তর মানবিক পরিষেবা কর্মসূচি।

1 min read

আলিপুরদুয়ার বৈদিক সমাজের নেতৃত্ত্বে এক বৃহত্তর মানবিক পরিষেবা কর্মসূচি।

৩ জানুয়ারী, রবিবার। জয়ন্ত বোস।কালিয়াগঞ্জ,উঃ দিনাজপুর।একদিকে যখন পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে রাজনৈতিক ময়দান সরগোরম ঠিক সেই সময় উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের বৈদিক সমাজের নেতৃত্ত্বে এক মানবিক পরিষেবার কর্মসূচি পালিত হলো আজকে আলিপুরদুয়ারে।

 

বৈদিক সমাজের উদ্দ্যোগে ডায়াবেটিস, রক্তের গ্রুপ, দেহদান ও চক্ষুদান কর্মসূচি পালিত হলো আলিপুরদুয়ার লায়ন্স ক্লাবের সহযোগিতায়। আজকের এই কর্মসূচির সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল অঞ্জন কুমার রায় ও শুক্লা রায় দুই স্বামী স্ত্রীর। ইনারা দুজনে মরনোত্তর দেহ দান ও চক্ষু দান করলেন এই কর্মসূচি তে। অঞ্জন কুমার রায় ও শুক্লা রায় এলাকাবাসীসহ সমাজের কাছে এক নতুন পথ দেখালেন মরনোত্তর দেহ ও চক্ষুদান করার মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের প্রফেসররা।

তারা উচ্চ প্রশংসিত করেন দুই স্বামী স্ত্রীকে। অঞ্জন কুমার রায় ও শুক্লা রায় পথ দেখালেন এবং তাদের পথ ধরেই আগামীতে আরো অনেকে মরনোত্তর দেহ দান ও চক্ষু দানে এগিয়ে আসবেন বলে জানান। আলিপুরদুয়ার বৈদিক সমাজের আজকের এই কর্মসূচি এলাকায় সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *