October 29, 2024

তৃণমূলের কর্মীদের চাকর-বাকর ভাবেন কিছু নেতা: বিস্ফোরক রাজীব

1 min read

তৃণমূলের কর্মীদের চাকর-বাকর ভাবেন কিছু নেতা: বিস্ফোরক রাজীব

দলের একাংশের নেতার বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এমনিতেই রাজীবের বিভিন্ন মন্তব্য, মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত না হওয়া ইত্যাদি নিয়ে নানান জল্পনা চলছে। রবিবার সেই জল্পনা আরও উস্কে গিয়েছে। বালিতে একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রাজীব বলেন, ‘বাজারে কিছু নেতা ঘুরে বেড়াচ্ছে যারা মুখে তৃণমূলকর্মীদের কথা বলেন আবার সামনে গেলে দুর্ব্যবহার করে। কর্মীদের চাকরবাকর ভাবে। মনে করে কর্মীরা বোধহয় তাদের বাড়ির বাজার দোকান করার জন্য, মোটর সাইকেলে করে কোথাও পৌঁছে দেওয়ার জন্য রয়েছে। আমার তৃণমূল কর্মীদের কথা ভাবলে কষ্ট হয়।’ এই নেতাদের বিরুদ্ধে হুঁশিয়ারিও দিয়েছেন রাজীব। এদিন বনমন্ত্রী বলেন, ‘আমি আজকে যে প্রতিষ্ঠা পেয়েছি তা সবটাই ডোমজুড়ের মানুষের জন্য।

ডোমজুড়ের মানুষ আমায় প্রতিষ্ঠা দিয়েছেন।’ তাত্‍পর্যপূর্ণ হল, এত বছর ধরে হাতে গোনা কিছু নেতা ছাড়া বেশির ভাগ নেতারাই তাঁদের সামাজিক প্রতিষ্ঠার নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতেন। রাজীবও অতীতে তেমনই বলতেন। কিন্তু এদিন সেসব শোনা যায়নি। গত ১৩ ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায় রাজীবের সঙ্গে নাকতলার বাড়িতে বৈঠক করেন। এর পরে ২১ ডিসেম্বর হয় দ্বিতীয় বৈঠক। সে দিন বৈঠক শেষে রাজীব বলেছিলেন, ”দলীয় নেতৃত্ব বৈঠকে ডেকেছেন। তাই আমি এসেছি। যে কথা হয়েছে, তা দলের কথা। দলের কথা দলেই থাকুক। সংবাদমাধ্যমে বলা উচিত নয়।” কয়েকদিন আগে খড়দহের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘তৃণমূল পার্টিটা আর পার্টি নেই। ওটা কোম্পানিতে পরিণত হয়েছে। আমাদের কর্মচারী করে রাখা হয়েছিল। আমরা কর্মচারী হতে পারব না।’ কার্যত সেই একই সুরে এদিন রাজীব বলেন, এক শ্রেণির নেতা তৃণমূল কর্মীদের চাকর-বাকর করে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *