October 29, 2024

দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা ফুটবলারদের সিভিক ভলান্টিয়াররের চাকরি দিচ্ছে জেলা পুলিশ প্রশাসন

1 min read

দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা ফুটবলারদের সিভিক ভলান্টিয়াররের চাকরি দিচ্ছে জেলা পুলিশ প্রশাসন

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩১ ডিসেম্বর:গত বছর রাজ্য সরকারের উদ্দ্যোগে খেত নদী উৎসব হয় দক্ষিণ দিনাজপুর জেলায়।সেখানে সরকারিভাবে সিধান্ত হয় এই খেত নদী উৎসবে যে সমস্ত মহিলা ফুটবল দল অংশগ্রহণ করবে তাদের মধ্যে যে দুটি দল চ্যাম্পিয়ন ও রানার্স হবে তাদের সবাইকে সিভিক ভ্যান্টিয়ারে চাকুরীর ব্যবস্থা করা হবে।কিন্তূ রাজ্যের অন্যত্র মহিলা ফুটবলাররা চাকরী পেলেও পায়নি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রানার্স দলের মহিলা ফুটবল দল

এবং কুশমন্ডি ব্লকের ভুপেন্দ্র নাথসরকার উচ্চ বিদ্যালয়ের ফুটবল দলের মহিলারা।এই নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা ফুটবলাদের ক্ষোভের কথা দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ধি দত্তের কানে পৌঁছে যায়।পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন কুশমন্ডি ভুপেন্দ্র নাথ উচ্চ বিদ্যালয়ের ১১ জন এবং তপন ব্লকের ১৫ মোট ২৬ জনের বয়সের কাগজ পত্র যদি সব ঠিক থাকে তাহলে তাদের কাগজ পত্র নিয়ে জেলা পুলিশ দপ্তরে ২৮শে ডিসেম্বরের মধ্যে যেতে হবে।

তারা গিয়ে প্রত্যেকেই তাদের কাগজ পত্র দেখিয়েছে।।সব কিছু হয়ে গেলে এই ২৬জন মহিলা ফুটবলাররা সিভিক ভ্যান্টিয়ারে চাকরি পাচ্ছেই জানুয়ারি মাসের মধ্যেই বলে জানান দক্ষিণ ফিনাজপুরের পুলিশ সুপার দেবর্ষি দত্ত।কুশমন্ডি থানার আই সি মানবেন্দ্র সাহা এবং তপন থানার ও সি সৎকার স্যাঙবো বলেন তাদের থানা এলাকার মহিলা ফুটবলার লরা সিভিক পুলিশে চাকরি পাবে এর চেয়ে আর আনন্দ কি হতে পারে।অপর দিকে কুশমন্ডি ব্লকের ভুপেন্দ্র নাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ সত্যজিৎ সরকার বলেন আমাদের বিদ্যালয়ের মহিলা ফুটবলার যাদের মধ্যে সুনিতা সরকার ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন এবং বুলি সরকার ইস্ট বেঙ্গল দলের গোল কিপার আছে তারাও ফুটবল।খেলার পুরস্কার স্বরূপ যে চাকরি পাচ্ছে তা অত্যন্ত গর্বের আমাদের বিদ্যালয়ের।এই ঘটনায় মহিলা ফুটবল খেলোয়াড়দের খেলার প্ৰতি উৎসাহ অনেকটাই বৃদ্ধি পাবে বলেই তার বিশ্বাস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *