October 29, 2024

রাজনীতিতে দলবদল করণা সংক্রমণে থেকেও ভয়ঙ্কর হয়ে উঠছে বর্তমানে ?

1 min read

রাজনীতিতে দলবদল করোনা  সংক্রমণে থেকেও ভয়ঙ্কর হয়ে উঠছে বর্তমানে  ?

তনময় চক্রবর্তী যতই রাজ্যে বিধানসভা নির্বাচনে এগিয়ে আসছে  ততই যেন শাসকদলে দলছুট নেতা-নেত্রী, বিধায়কদের সংখ্যা বেড়েই চলছে। অবশ্য দেশে কিংবা রাজ্যের রাজনীতিতে দলবদল নতুন বা বিচ্ছিন্ন ঘটনা নয়। কিন্তু আমরা দীর্ঘকাল ধরে লক্ষ্য করে আসছি, কিছু স্বার্থান্বেষী ক্ষমতালোভী নেতা নেত্রী যখন যে দলে থাকেন তখন সেই দলের আদর্শ ও নীতি কে আঁকড়ে ধরে বিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে পড়েন।

একমাত্র সেই দলকেই রাজ্য বা দেশের উন্নয়নকামী দল হিসেবে আম জনতার সামনে তুলে ধরেন। ভারতীয় রাজনীতিতে দলবদলই রাজনৈতিক নেতা কর্মীদের শুদ্ধিকরণের মহাঔষধ। কিন্তু প্রশ্ন হলো, শাসকদল ত্যাগী এইসব নেতা-কর্মী কোন স্বার্থে সংকটময় মুহূর্তে ভিন্ন দলে গিয়ে ভিরছেন। আসলে কি জানেন, এই ধরনের ক্ষমতালোভী মানুষজন সব দলেই থাকেন। সুযোগ বুঝে এবং আরো ক্ষমতার লোভে তারা নিজেদের সত্তা বিসর্জন দিয়ে অন্য দলে ফিরে যান। তখন নতুন দলই তাদের কাছে যেনো উন্নয়নের পথ প্রদর্শক। তাদের কাছে দলত্যাগ যেন একটা উন্নয়ন। তাই আজ শাসকদলের সংকটময় মুহূর্তে যারা দীর্ঘদিন দলে  কাটিয়ে দলত্যাগের রাস্তা ধরেছেন, তাদের ক্ষেত্রে বলতে হয়, মমতা দুধ দিয়ে কালসাপ পুষেছিলেন। অথচ তাদের তিনি নিজের একান্ত সৈনিক হিসেবে তুলে ধরেছিলেন। দলবদলে এটা কি দলত্যাগী দের কাছে নেত্রীর পাওনা ছিল। প্রশ্নটা কিন্তু থেকেই গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *