October 28, 2024

৭ তারিখ নন্দীগ্রামে মমতার সভা বাতিল

1 min read

৭ তারিখ নন্দীগ্রামে মমতার সভা বাতিল

আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তৃণমূলের তরফে সোমবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সেই সভা হচ্ছে না। দলের তরফে সুব্রত মুখোপাধ্যায় জানান, করোনা আক্রান্ত হয়েছেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। তাঁকে ছাড়া নন্দীগ্রামে সভার কথা ভাবাই যায় না। তাই এই কর্মসূচি বাতিল করা হয়েছে। একইসঙ্গে সুব্রতবাবু জানান, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর যাওয়ার যে কর্মসূচি রয়েছে তা বহাল থাকছে।

শুধু তারিখটা বদল হবে। অখিল গিরি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তিনি সুস্থ হলেই সভা হবে নন্দীগ্রামে। উল্লেখ্য, কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অখিল গিরি। ২৩ ডিসেম্বর কাঁথির সভাতে অখিল গিরির সংস্পর্শে এসেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সৌগত রায় সহ আরও অনেকে। অখিল গিরি হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগে শাসক শিবির।এদিকে মমতার সভা প্রসঙ্গে এদিন শেখ সুফিয়ান জানান, ‘জানুয়ারিতেই সভা হবে নন্দীগ্রামে। আর সেটা হবে তেখালির মাঠেই। সেখানে প্রায় আড়াই লাখ লোকের জমায়েত হবে। ৩টি মঞ্চ করার কথা ঠিক হ্য়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *