October 28, 2024

রায়গঞ্জে  দুয়ারে দুয়ারে কাত্তিক পাল  হয়ে গিয়েছেন পুতুল দাদু

1 min read

রায়গঞ্জে  দুয়ারে দুয়ারে কাত্তিক পাল  হয়ে গিয়েছেন পুতুল দাদু

তনময় চক্রবর্তী  গণেশ, শিব, পার্বতী থেকে শুরু করে রাধাকৃষ্ণ ও লক্ষী। সবই তার ঝুলিতে রয়েছে। আর সেই ঝোলা নিয়ে প্রতিদিন সকালে রায়গঞ্জের এগুলি থেকে ও গলি মুখে মুখে তাকে বলে বিক্রি করতে হচ্ছে পুতুল নেবে গো পুতুল। হ্যাঁ সেই ব্যক্তি সবার কাছে পুতুল দাদু নামে পরিচিত হলেও আসল নাম তার কাত্তিক পাল। বাড়ি রায়গঞ্জে সুভাষ নগর এলাকায়।

প্রতিদিন তিনি রায়গঞ্জের বিভিন্ন অলিগলি দিয়ে তার বিভিন্ন ধরনের পুতুল তিনি বিক্রি করেন আট থেকে আশি সব বয়সী মানুষদের কাছে। ইতিমধ্যে তার জনপ্রিয়তা এতটাই চরম শিখরে পৌঁছে গিয়েছে যে সেই কাত্তিক পাল এখন পুতুল দাদু নামে পরিচিত হয়ে গিয়েছে সবার মুখে মুখে। এই ব্যক্তির ঝুলিতে বিভিন্ন ধরনের পুতুল যেমন রয়েছে তেমনি রয়েছে বিভিন্ন মহাপুরুষ দের ও মুখমণ্ডল। তবে এই পুতুল দাদুর রকমারি পুতুল নিয়ে যখন শহরের এগুলি থেকেও গলি বেরিয়ে পড়েন সেই পুতুলগুলো বিক্রি করার জন্য তখন প্রচুর মানুষের ভিড় তার পুতুলকে ঘিরে থাকে সবসময়। পুতুল দাদু বলেন তার ছোট বড় পুতুলের দাম ৭০ টাকা জোড়া। আপডেট দিবি মহাপুরুষ গোপাল ভাঁড়ের মূর্তি ৮০ টাকা করে। ইতিমধ্যে এই কার্তিক চন্দ্র পাল সোশ্যাল মিডিয়ায় পুতুল বিক্রি করে রীতিমত ভাইরাল হয়ে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *