October 28, 2024

কোন গণতান্ত্রিক আন্দোলন কে আটকাতে কোন দমন-পীড়ন নীতিকে তারা বিশ্বাস করে না আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এ সাংবাদিক সম্মেলন করে একথা বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী

1 min read

কোন গণতান্ত্রিক আন্দোলন কে আটকাতে কোন দমন-পীড়ন নীতিকে তারা বিশ্বাস করে না আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এ সাংবাদিক সম্মেলন করে একথা বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী

সুব্রত সাহা   কোন গণতান্ত্রিক আন্দোলন কে আটকাতে কোন দমন-পীড়ন নীতিকে তারা বিশ্বাস করে না আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর সাংবাদিক সম্মেলন করে একথা বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন শুধু বাংলায় নয় উত্তরপ্রদেশে এমন দমন-পীড়ন হচ্ছে প্রতিনিয়ত গণতান্ত্রিক আন্দোলনকে আটকাতে। অধীর চৌধুরী বলেন আজকে যেভাবে এই রাজ্যের সরকার কৃষি বিল এর বিরুদ্ধে প্রতিবাদ করছে যেদিন পার্লামেন্টে এই কৃষি বিল পাস হয় সেদিন কিন্তু তার গলা কোন আবার ছিল না। প্রথম এই কৃষিবিলের প্রতিবাদ করেছিল রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস পাঞ্জাবের ট্রাক্টর রেলি করে।

তিনি বলেন যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি বিল নিয়ে প্রতিবাদ করছে তখন এই রাজ্যে কৃষকরা নানা দিক দিয়ে বঞ্চিত। একদিকে যেমন কৃষকরা ধানের সহায়ক মূল্য পায় না অপরদিকে প্রতিনিয়ত ও কৃষক আত্মহত্যা করছে রাজ্যের বিভিন্ন জায়গায়। শুধু তাই নয় কৃষকরা সস্তায় ঋণ তাই না।

তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর গলায় বিজেপির বিরুদ্ধে বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মানায় না। আজ অধীর চৌধুরী সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করলেন। অধীর চৌধুরী এদিন রায়গঞ্জে কৃষি বিল এর প্রতিবাদে একটি মিছিল করে সমগ্র শহরজুড়ে। তাতে কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *