October 28, 2024

অনুর্ধ ১৭ ও ১৯ মহিলা বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে কলকাতায় ডাক পেল কুশমন্ডির ৫ তরুণী

1 min read

অনুর্ধ ১৭ ও ১৯ মহিলা বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে কলকাতায় ডাক পেল কুশমন্ডির ৫ তরুণী

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৭ ডিসেম্বর:অনুর্ধ ১৭ ও ১৯ মহিলা বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে কলকাতায় ডাক পেল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি মহিলা ফুটবল এসোসিয়েশনের ৫ জন তরুণী।এই খবরে দক্ষিণ দিনাজপুর তথা কুশমন্ডিতে খুশির হওয়া বইতে শুরু করে দিয়েছে।

কুশমন্ডি মহিলা ফুটবল এসোসিয়েশনের সম্পাদক সুমিত বর্মন বলেন তাদের এসোসিয়েশনের লক্ষী বাস্কে,কবিতা বর্মন,তুলসী মুর্মু,আলতিবালা সরকার এবং পল্লবী সরকার বিশ্ব মহিলা ফুটবলের বাছাই পর্বের জন্য ডাক পেয়েছে।আমার দৃঢ় বিশ্বাস আমাদের মেয়েরা তাদের বাছাই পর্বে সফল হবেই। কুশমন্ডি ইয়ংমেন এসোসিয়েশনের কর্নধার শিব শংকর পাল বলেন কুশমন্ডি মহিলা ফুটবল এসো সিয়েশনের ৫০ জন ছেলে ও মেয়েরা প্রত্যেকেই তাদের ইয়ংমেন ফুটবল কোচিং ক্যাম্পেই অনুশীলন করে আসছে।এই ৫ জনও আমাদের কোচিং ক্যাম্পের।শিব শংকর পাল বলেন ৫জনের মধ্যে ৪ জন অনুর্ধ ১৯ বিভাগে এবং ১ জন অনুর্ধ ১৭ বিভাগে বাছাই পর্বে সুযোগ পাওয়ায় তিনি একজন কোচ হিসেবে গর্বিত। তার বিশ্বাস তাদের মেয়েরা বাছাই পর্বে সাফল্য পাবে।কুশমন্ডির ৫জন মহিলা ফুটবলার মহিলা বিশ্ব ফুটবলের বাছাই পর্বে ডাক পাওয়ায় গঙ্গারামপুরের মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ তাদের অভিনন্দন জানিয়ে বলেন বাছাই পর্বে তোমাদের সাফল্যের অপেক্ষায় রইলাম। জানা যায় এই পাঁচজন যারা বাছাই পর্বে র জন্য ডাক পেয়েছে তারা প্রত্যেকেই দিন মজুর ঘরের মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *