October 28, 2024

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মারাদোনা

1 min read

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মারাদোনা

সব শেষ হয়ে গেল। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দিয়েগো মারাদোনা। দু সপ্তাহ আগেই মারাদোনা মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরছিলেন। তারপর এদিনই হৃদরোগে হঠাত্‍ আক্রান্ত হলেন।বুধবারই আর্জেন্টাইন প্রচার মাধ্যম ক্লারিন জানায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন ফুটবলের রাজপুত্র। সেই খবর কনফার্ম করেন মারাদোনার আইনজীবী। তারপরেই গোটা বিশ্বে শোকের ছায়া নেমে আসে।জরুরিকালীন অস্ত্রোপচারের আট দিন মারাদোনা হাসপাতালেই ছিলেন। তারপরেই এম্বুলেন্সে করে কিংবদন্তি ফুটবলার বাড়ি ফিরে এসেছিলেন।সপ্তাহ দেড়েক আগে মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তাঁর। তারপর হাসপাতালেই ছিলেন তিনি।

 

বাড়িতে রিকভারি সেশন চালাচ্ছিলেন।স্থানীয় আর্জেন্টাইন টিভির ফুটেজে দেখা গিয়েছিল, মারাদোনাকে অলিভিয়োস ক্লিনিক থেকে এম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে।মারাদোনার ব্যক্তিগত চিকিত্‍সক লিওপোল্ড লুপে বলেছিলেন, মস্তিষ্কের মেমব্রেন পর্দায় রক্ত জমাট বেঁধে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর বক্তব্য সম্ভবত কোনো দুর্ঘটনায় পড়েন মহাতারকা। যদিও মারাদোনা জানিয়েছিলেন, এমন কোনো দুর্ঘটনা তাঁর স্মরণে নেই।অক্টোবরের ৩০ তারিখে আর্জেন্টিনার প্রথম ডিভিশনের ক্লাব জিমনাসিয়া এসগ্রিনে কোচিং করানোর সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। খেলার মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তখনই মারাদোনার শারীরিক অসুস্থতা নিয়ে চর্চা শুরু হয়।তারপর মস্তিষ্কে অস্ত্রোপচার হলেও কিংবদন্তি ফুটবলার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারলেন না। বিশ্বকাপজয়ী সুপারস্টারের ব্যক্তিগত চিকিত্‍সক নিউরোলজিস্ট লিওপোল্ড লুপে বলেছিলেন, তিনি এই হাসপাতাল থেকে ছাড়া যাওয়ায় সম্মত হয়েছেন।এর আগে লা প্লাতার একটি ক্লিনিকে এনিমিয়া এবং ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে ভর্তি হন মারাদোনা। সেখানেই রক্তপাতের বিষয়টি নজরে আসে। সেখান থেকেই তড়িঘড়ি অলিভিয়োস ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাঁকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *