October 28, 2024

ডিসেম্বরে নতুন সংসদ ভবন ?

1 min read

ডিসেম্বরে নতুন সংসদ ভবন ?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিসেম্বরের প্রথমার্ধে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন বলে সূত্রের খবর।সূত্র আরও জানিয়েছে, সংসদ চত্বরে মহাত্মা গান্ধী ও ভিম রাও আম্বেদকর সহ ৫টি মূর্তি নির্মাণকাজের জন্য কিছুদিন সরানো হতে পারে অন্যত্র। প্রকল্প সম্পূর্ণ হলে সেগুলিকে আবার নতুন কমপ্লেক্সে নিয়ে আসা হবে।বর্তমান ভবনের কাছেই নতুন সংসদ ভবন নির্মিত হবে। কাজ শুরু হওযার ২১ মাসের মধ্যে তা সম্পূর্ণ হবে।সেন্ট্রাল ভিস্টার পুনর্উন্নয়ন প্রকল্প – দেশের পাওয়ার করিডরে একটি ত্রিকোণ সংসদ ভবন, একটি সাধারণ কেন্দ্রীয় সচিবালয় ও রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ৩ কিমি দীর্ঘ রাজপথ নতুন করে তৈরি হবে।সূত্রের খবর, নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ১০ই ডিসেম্বর ঠিক থাকলেও প্রধানমন্ত্রীর সময় অনুসারে চুড়ান্ত দিন ঠিক হবে।পরিকল্পনা অনুসারে নতুন সংসদ ভবনে সমস্ত সাংসদদের জন্য আলাদা অফিস থাকবে।

থআকবে ডিজিটাল ইন্টারফেস, কাগজহীন অফিস তৈরির লক্ষ্যে।নতুন ভবনে বৃহত্‍ সংবিধান হল থআকবে। যাতে দেখানো হবে ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য। থাকবে সংসদদের জন্য লাউঞ্জ, লাইব্রেরী, বিভিন্ন কমিটির ঘর, ডাইনিং এলাকা ও পার্কিংয়ের জায়গা। সেপ্টেম্বরে টাটা প্রজেক্টস লিমিটেড ৮৬১.৯০ কোটি টাকা খরচে নতুন সংসদ ভবন নির্মাণের দায়িত্ব পায়।বর্তমান ভবনটি ব্রিটিশ আমলে তৈরি। নকশা করেছিলেন এডুইন লুটিয়েন্স ও হারবার্ট বেকার, যারা নয়া দিল্লির পরিকল্পনা ও নির্মাণ করেছিলেন।বর্তমানের সংসদ ভবনটির ভিত্তপ্রস্তর স্থাপন হয় ১২ ফেব্রুয়ারি ১৯২১এ। খরচ পড়েছিল ৮৩ লাখ টাকা। শুভ উদ্বোধন করেছিলেন তত্‍কালীন গভর্নর জেনারেল লর্ড ইরউইন ১৮ই জানুয়ারি ১৯২৭এ।সিপিডব্লুডি জানিয়েছে, প্রকল্প চলাকালীন বর্তমান সংসদ ভবনেই কাজ চলবে। নতুন ভবন তৈরি হয়ে গেলে সেটি অন্য কাজে ব্যবহৃত হবে।নতুন ভবনের স্তম্ভগুলি বর্তমান ভবনের স্তম্ভের মতোই দেখতে হবে, মাটি থেকে যার উচ্চতা প্রায় ১.৮ মিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *