October 28, 2024

গঠনমূলক সমালোচনা সব সময় কাম্য বললেন উত্তর দিনাজপুর জেলার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস

1 min read

গঠনমূলক সমালোচনা সব সময় কাম্য বললেন উত্তর দিনাজপুর জেলার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস

তনময় চক্রবর্তী প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের নিবিড় যোগসুত্র করে দেওয়াটাই আমার মূল লক্ষ্য। এখন একটা পরিস্থিতির মধ্য দিয়ে গোটা পৃথিবীতে এই সাংবাদিকতার পেশাটা একটা চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে। সেখানে নিজেদের মতের অমিল হয়ে গেলেই সাংবাদিকদের হেনস্থা করা ,মেরে দেওয়া  ,জেলে পুরে দেওয়া ,  এরকম ঘটনা ঘটছে প্রায়শই।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকাটা খুবই জরুরী হয়ে দাঁড়িয়েছে এই সময়। আজ উত্তর দিনাজপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন উত্তর দিনাজপুর জেলার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস। তিনি বলেন বিভিন্ন হাউসগুলো দেখা যাচ্ছে এখন বিক্রি হয়ে যাচ্ছে তাদের ইন্টারেস্টে কাজ করছে তারা। কিন্তু আমরা যখন সাংবাদিক হিসেবে কাজ করি আমরা তো মানুষ। আমরা মানুষের সাথে থাকা সমাজবদ্ধ একটা জীব।  তিনি বলেন সাংবাদিকতার পেশাটা দিনের পর দিন একটু খারাপ হয়ে যাচ্ছে। তার জন্য দায়ী সাংবাদিক বন্ধুরা তা কিন্তু নয়। বিভিন্ন সংবাদমাধ্যমের হাউসগুলো নিজেদের ইন্টারেস্ট বজায় রাখার জন্য বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে তার খেসারত দিতে হচ্ছে স্বাধীন পেশা , স্বাধীন সাংবাদিকতা , সু সাংবাদিকতা, তদন্ত ধর্মী সাংবাদিকতার। এগুলো প্রায় হারিয়ে যাচ্ছে। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক বলেন এই জেলার সংবাদ মাধ্যমের সুনাম রয়েছে। বরাবরই দেখা যায় প্রশাসনের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি গুলো ধরিয়ে দেয় সংবাদমাধ্যম। তিনি বলেন গঠনমূলক সমালোচনা সব সময় কাম্য। প্রশাসন যদি ভাবে আমার সমালোচনা হবে না তাহলে ভালো কাজ করা যায় না। প্রশাসনিক সমালোচনা কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনকে গতিশীল করার পক্ষে যথেষ্ট এবং এটা অবশ্যই কাম্য। যেটা উত্তর দিনাজপুর জেলার সাংবাদিক বন্ধুরা নিরলসভাবে করে আসছে। অনেক সময় প্রশাসনের সঙ্গে কথা বলেও সাংবাদিকরা গঠনমূলক সংবাদ করে থাকেন। আর সেটা খুব ভালো সুসম্পর্কের জন্য তৈরি হয়। এটা একটা গতিশীল সমাজ এবং গতিশীল সাংবাদিকতার উপর খুব সহায়ক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *