October 28, 2024

দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘটের সমর্থনে কালিয়াগঞ্জে বামেদের চলছে মিছিল, মিটিং ও কনভেনশন

1 min read

দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘটের সমর্থনে কালিয়াগঞ্জে বামেদের চলছে মিছিল, মিটিং ও কনভেনশন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯,নভেম্বর:আগামী ২৬ শে নভেম্বর দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘটকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সর্বত্র প্রতিদিন বাম ও কংগ্রেসের জোটের পক্ষে সাধারণ ধর্মঘটের সমর্থনে চলছে মিছিল, মিটিং ও কনভেনশন।বৃহস্পতিবার সিপিআই এম দলের উত্তর দিনাজপুর জেলার সম্পাদক মন্ডলীর সদস্য ভারতেন্দ্র চৌধরী এক সাক্ষাৎকারে বলেন।আগামী ২৬শে নভেম্বর সারা ভারতে মোট আট দফা দাবির সমর্থনে আমরা ধর্মঘটে নামছি।

এই আট দফা দাবির মধ্যে আছে কৃষক বিরোধী কৃষি আইন বাতিল করতে হবে,শ্রমিক বিরোধী কেন্দ্রীয় শ্রম আইন বাতিল করে শ্রমিকদের শ্বার্থে নুতন আইন প্রণয়ন করতে হবে,কেন্দ্রীয় সরকারকে কারখানা বিক্রি বন্ধ করতে হবে, আয়করের আওতা বহির্ভুত দুস্থ্য পরিবার দের ৭৫০০ টাকা দিতে হবে,সমস্ত শ্রমিকদের একই হারে পেনশন চালু করতে হবে,অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অবিলম্বে রোধ করতে হবে।

সাধারণ ধর্মঘটকে সামনে রেখে কালিয়াগঞ্জের কুনোর,ফতেপুর,রাধিকাপুর, অনন্তপুর এবং কালিয়াগঞ্জে বাম এবং কংগ্রেস জোট একসাথে মিছিল, মিটিং এবং কনভেনশন করে চলেছে বলে জানান।কংগ্রেসের পক্ষ থেকে বামেদের সাথে অংশগ্রহন করছেন কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি সুজিৎ দত্ত,শহর কংগ্রেসের সভাপতি তুলসী জয়সোয়াল,বামেদের পক্ষে মনোরঞ্জন পাটোয়ারী,অয়ন দত্ত,রাধিকা রঞ্জন দেবভূতি,সন্তোষ ঘোষ,দিগেন্দ্র নাথ রায় সহ অনেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ প্রতিদিন করে আসছে বলে ভারতেন্দ্র চৌধরী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *