October 28, 2024

মিলছেনা রিজার্ভেশন ছাড়া টিকিট,যাত্রীরা ট্রেনের টিকিট সমস্যায় বিব্রত

1 min read

মিলছেনা রিজার্ভেশন ছাড়া টিকিট,যাত্রীরা ট্রেনের টিকিট সমস্যায় বিব্রত

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯,নভেম্বর:গত মঙ্গলবার থেকে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর-কাটিহার ছট স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালু হলেও এই ট্রেনের খাজনার চেয়ে বাজনা অনেকটাই বেশি হওয়ায় ট্রেন যাত্রীরা সমস্যার মধ্যে পড়েছে। এই প্যাসেঞ্জার ট্রেনে হটাৎ করে রিজার্ভেশন প্রথা চালু হওয়ায় ট্রেন যাত্রীরা মহা বিপাকে পড়েছে বলে জানা যায়।অনেক যাত্রীরা স্টেশনে এসেও রিজার্ভেশনে টিকিট কাটতে না পারায় বাধ্য হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে।এদিন কালিয়াগঞ্জ স্টেশনে লিংক না থাকায় অনেক যাত্রী টিকিটই কাটতে না পারায় ট্রেনে উঠতে পারেনি বলে জানা যায়।জানা যায় আপাতত ট্রেনটি ২৫ শে নভেম্বর পর্যন্ত চলার নির্দেশ আশায় এলাকার মানুষ রেল দপ্তরের এই সিদ্ধান্তে প্রচন্ড ক্ষুব্ধ।ট্রেন যাত্রীদের বক্তব্য যদিও দীর্ঘ আট মাস পর ট্রেনটি চলা শুরু হলেও তা কোন যুক্তিতে মাত্র সাতদিনের জন্য দেওয়া হল তার কোন যুক্তি খুঁজে পাচ্ছেনা সাধারণ যাত্রীরা।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক।কার্তিক চন্দ্র পাল বলেন প্যাসেঞ্জার ট্রেনের জন্য রিজার্ভেশন কোন কারনে তা তিনি বুঝতে পারছেন না।অবিলম্বে রিজার্ভেশন প্রথা বাতিল করা উচিৎ।কেননা এই প্রক্রিয়া চললে ট্রেন যাত্রীদের

কোন কাজে লাগবেনা বলে তিনি মনে করেন।উত্তর দিনাজপুর জেলার অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক জয়দেব সাহা বলেন দীর্ঘ আট মাস পরে কি করে মাত্র ৭দিনের জন্য একটি।মাত্র ট্রেন দিল? তাও তার আবার রিজার্ভেশন টিকিট আগে থেকে অন লাইনে কাটতে হবে? সাধারণ মানুষদের প্রতিটি ক্ষেত্রেই এত হয়রানি হতে হবে কেন?এটি সঠিক সিদ্ধান্ত নয়। রাধিকাপুর-কলকাতা,রাধিকাপুর-দিল্লি,রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস ট্রেন গুলি বন্ধ থাকায় এই জেলার প্রবীণ নাগরিকরা কলকাতায় যেতে পারছেনা চিকিৎসার কারনে।ফলে প্রচুর সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে প্রবীণ নাগরিকদের।অবিলম্বে রেল দপ্তর ও রাজ্য সরকারের উচিৎ অন্তত কলকাতাগামী একটি ট্রেন উত্তর দিনাজপুর জেলার মানুষদের শ্বার্থে চালানো হোক।উত্তর দিনাজপুর জেলার অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক সাহা বলেন দীর্ঘ আট মাস ধরে সমস্ত ট্রেন বন্ধ থাকার পর একটি প্যাসেঞ্জার ট্রেন সাত দিনের জন্য দেওয়া হলেও এই প্যাসেঞ্জার ট্রেনের টিকিট রিজার্ভেশন করতে হবে এটা মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন একই রাজ্যে কলকাতায় এক নিয়মে ট্রেন চলবে এবং রাজ্যের জেলা গুলিতে অন্য নিয়মে ট্রেন চলবে?কালিয়াগঞ্জের স্টেশন মাস্টার বিশ্বজিৎ বর্মন বলেন আমাদের কাছে যেমন নির্দেশ আসবে আমাদের তেমন কাজ করতে হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *