October 28, 2024

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রকাশিত হল অধ্যাপক ডঃ প্রাণতোষ পালের সম্পাদনায়”লিবারেল আর্টস,হিউম্যানিটিস এন্ড টেকনোলজি ইন ডিজিটাল এইজ”-

1 min read

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রকাশিত হল অধ্যাপক ডঃ প্রাণতোষ পালের সম্পাদনায়”লিবারেল আর্টস,হিউম্যানিটিস এন্ড টেকনোলজি ইন ডিজিটাল এইজ”-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১১,নভেম্বর:রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার বিশ্ববিদ্যালয়ে সি আই এস বিভাগের অধ্যাপক ডঃ প্রাণতোষ কুমার পালের সম্পাদনায় একটি ইন্টারডিসিপ্লিনারী পুস্তক প্রকাশিত হল যার নাম “লিবারেল আর্টস হিউম্যানিটস এন্ড টেকনোলজি ইন ডিজিটাল এইজ”। পুস্তক প্রকাশের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভূঁইমালি,ছিলেন বিজ্ঞান ম্যানেজমেন্ট ফ্যাকাল্টির ডিন অধ্যাপক কালিশঙ্কর তিওয়ারি,উড়িষ্যার সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের অধ্যাপক তথা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ন প্রশাসনিক পদে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক বিশ্বজিৎ সৎপথি।পুস্তকটি বুধবার প্রকাশ করেন অধ্যাপক ডঃ প্রাণতোষ পাল। শার আর্টস,হিউম্যানিটিস ইন্টারডিসসিপ্লিনারী পুস্তক প্রকাশিত হল।

পুস্তকটি হল লিবারেল আর্টস,হিউউম্যানীটিস হিউম্যানিটিস এন্ড টেকনোলজি ইন ডিজিটাল এইজ”। পুস্তকটি সম্পাদনা করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সি. আই. এস. বিভাগের অধ্যাপক ড‌‌‌‌‌: প্রানতোষ কুমার পাল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য‌্য অনিল ভূঁইমালি, বিজ্ঞান ম্যানেজমেন্ট ফ্যাকাল্টির ডীন অধ্যাপক কালিশঙ্কর তিওয়ারি, ওড়িশার সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের অধ্যাপক তথা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ন প্রশাসনিক পদে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক বিশ্বজিৎ সৎপথী। পুস্তকটি ইন্টারডিসসিপ্লিনারী হওয়ায় কলা, সমাজবিজ্ঞান,দর্শন, শিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়। পুস্তকটিতে ২০১৯সালের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সি. আই. এস বিভাগ দ্বারা আয়োজিত ন্যাশনাল কনফারেন্স (NACITMAC), ন্যাশনাল সিম্পোজিয়াম(NSFARAC) এর নির্বাচিত কিছু গবেষণা পত্রকেও রাখা হয়। পুস্তকটির পেয়ার রিভিউ কমিটিতে ভারতের প্রায় দশটি রাজ্যের অধ্যাপকেরা অংশগ্রহণ করেন।

এছাড়া আন্তর্জাতিক স্তরে বেশকিছু অধ্যাপক দুবাই, নাইজেরিয়া, থাইল্যান্ড থেকেও অংশগ্রহণ করেন বলে জানান পুস্তকটির প্রধান সম্পাদক অধ্যাপক তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ইনফরমেশন সায়েন্টিস্ট ড: প্রানতোষ কুমার পাল। পুস্তকটি প্রকাশিত হয় নিউ দিল্লী পাবলিশার্স, নিউ দিল্লী থেকে।খুব শীঘ্রই আরো কিছু সমজাতীয় পুস্তক প্রকাশিত হবে বলে জানান ড: পাল।একলজিকাল ইনফোরম্যাটিক্স এ পোস্ট ডক্টরাল স্তরে গবেষনারত ডঃ প্রানতোষ কুমার পাল জানান তাঁর তত্বাবধানে প্রকাশিত পুস্তক গুলি হল   ইনফরমেশন টেকনোলজি এন্ড এডুকেশন :  চালেঞ্জেস এন্ড অপর্চুনিটিস অফ স্মারটার লার্নিং সিস্টেম, ডিজিটাল টেকনোলজি, অটোমেশন এন্ড এডভান্স কমিউনিকেশন সিস্টেম, কম্পিউটিং এন্ড এমারজিং ট্রেন্ডস : এ হ্যান্ডবুক, ইনফরমেশন টেকনোলজি ইনটু নেক্সট হরাইজন: দি ট্রেন্ডস অফ অটোমেশন এন্ড কমুনিকেশন,ইনফরমেশন টেকনোলজি, বায়োলজিক্যাল সায়েন্সএস এন্ড সোসাইটি : এ হ্যান্ডবুক, ক্লাউড কম্পিউটিং এন্ড বিগ ডেটা: এ হ্যান্ডবুক, ইনফরমেশন টেকনোলজি এন্ড স্মারটার সিস্টেম ইন ইনফরমেশন এজ, আইটি এন্ড কম্পিউটিং ফর অল দি ডোমাইন্স এন্ড প্রফেশনালস: দি এমারজেনস অফ সি আই এস, এডভান্স কম্পিউটিং এন্ড ইনফোরম্যাটিক্স, ইকোলজি সাস্টেনি বিলিটি এন্ড টেকনোলজি ইত্যাদি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *