October 28, 2024

সামান্য স্বস্তি, রাজ্যে করোনার সংক্রমণ নিম্নমুখী

1 min read

সামান্য স্বস্তি, রাজ্যে করোনার সংক্রমণ নিম্নমুখী

বিজয়া দশমীর দিনেই মিলল সামান্য স্বস্তি। রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ সামান্য হলেও নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১২১ জন। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৫৯ জন। আর করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮৯ জন। যদিও নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার (পজিটিভিটি রেট) আগের দিনের মতো একই জায়গায় দাঁড়িয়ে।

ফলে কিছুটা হলেও শঙ্কিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা।সোমবার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ৪২ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় নতুন করে ৪ হাজার ১২১ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৫৩ হাজার ৮২২ জনে। করোনার ছোবলে আরও ৫৯ জনের প্রাণহানি হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৫৪৬ জন। করোনাকে হারিয়ে আরও ৩ হাজার ৮৮৯ জন সুস্থ হওয়ায় এখনও পর্যন্ত রাজ্যে করোনা জয়ীর সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ ১০ হাজার ৮৬ জন।’তবে কলকাতা মহানগর ও পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা জেলার পরিস্থিতি ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৯২ জন। আর উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৮৯ জন। তবে দৈনিক মৃত্যুর নিরিখে অবশ্য কলকাতাকে টেক্কা দিয়েছে উত্তর ২৪ পরগনা। সীমান্ত লাগোয়া জেলাটিতে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। আর কলকাতায় করোনার ছোবলে মারা গিয়েছেন ১৪ জন। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে কলকাতার লাগোয়া আর এক জেলা দক্ষিণ ২৪ পরগনা। সেখানে মারা গিয়েছেন ৮ জন। পশ্চিম মেদিনীপুরে ৬ জন এবং হাওড়ায় ৫ জন মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *