October 23, 2024

লোকসভা ভোটের মুখে কালিয়াগঞ্জ শহরের তেরো নম্বর ওয়ার্ডে কংগ্রেস ছেড়ে তৃণমূলে

1 min read
তপন চক্রবর্তী ও শঙ্কর গুপ্তা  : (উত্তর দিনাজপুর) – লোকসভা ভোটের ঠিক পূর্ব মুহুর্তে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের তেরো নম্বর ওয়ার্ড থেকে আনুমানিক তিরিশ জন কংগ্রেস কর্মী কংগ্রেসের সাথে দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন জরে তৃণমূলে যোগ দিল।মঙ্গলবার শহরের তেরো নম্বর ওয়ার্ডের নেতাজী উদ্দ্যানে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস আয়োজিত এক নির্বাচনী 9কর্মী সভায় কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা কার্তিক পালের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা গ্রহণ করে তৃণমূল দলে যোগ দেয়।সদ্য তৃণমূলে যোগ দিয়ে বলেন কালিয়াগঞ্জ পৌর সভা যে ভাবে শহরের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হয়েছে তা আমাদের সবাইকে তৃণমূল দলে যাবার জন্য উৎসাহিত করেছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌর সভার পৌর পিতা কার্তিক পাল নেতাজী উদ্যানের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন এতদিন কালিয়াগঞ্জ শহরে একটি নামেই পৌর সভা ছিল।যে পুর সভা শহরের মানুষদের দিতে পারতো না কোন রকম পরিষেবা।আমরা মা মাটি মানুষের তৃণমূল দলের পৌর সভা সামান্য সময়ের মধ্যে কালিয়াগঞ্জ পৌর শহরের খোল নালচে পাল্টিয়ে দিতে চলেছি। রাজনৈতিক বাধ্যবাধকতা থাকলেও যা সত্যি ঘটনা তা তারা দেখছেন এবং মুখে না বললেও চোখকেতো তারা অস্বীকার করতে পারছেনা।যা ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল দেখছে   যে তৃণমূল দল পরিচালিত পৌর

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সভা যা প্রতিশ্রুতি দিয়েছিল তার চেয়েও অনেক বেশি কাজ করে ফেলেছে।কার্তিক পাল শহরের উন্নয়নে কি কি কাজ করেছেন বা কি কি কাজ চলছে তার ফিরিস্তি দেন।হ তিনি এলাকার মানুষদের কাছে আবেদন করে বলেন দিদির হাত শক্ত করুন আর শহরের উন্নয়ন আমার কাছ থেকে বুঝে নিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তৃণমূল নেতা কমল ঘোষ, প্রকাশ কুন্ডু দিলীপ কুন্ডু ও রবি কুন্ডু।কালিয়াগঞ্জ শহরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কালিয়াগঞ্জের পৌর পিতা কার্তিক পাল  তৃণমূলের প্রার্থী কানাইয়া লাল আগরওয়ালের সমর্থনে শহরের সতেরটি ওয়ার্ডেই ব্যাপক ভাবে প্রচারের কাজে নেমে পরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *