October 23, 2024

"নিজের জেলাকে জানতে ও নিজর শিকড় চিনতে" শিক্ষামূলক ভ্রমণ অযোধ্যা কে ডি বিদ্যানিকেতনের

1 min read

 তপন চক্রবর্তী:-   শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রতি বছরই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষামূলক ভ্রমণ হয়।এবার সেই ভ্রমণেই অন্য মাত্রা যোগ করলো অযোধ্যা কে ডি বিদ্যানিকেতন।দিনাজপুরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য আছে দক্ষিণ দিনাজপুরে।তাকেই ছাত্র- ছাত্রী তথা ভবিষ্যত প্রজন্মের কাছে যথাযথ ভাবে পৌছে দিতে অযোধ্যা কে ডি বিদ্যানিকেতন শিরোনাম দিয়েছিল ” নিজের জেলাকে জানো ও নিজের শিকড়কে চেনো”।


        বিদ্যালয়ের সপ্তম,অষ্টম,নবম ও দশম শ্রেণীর ছাত্র-  ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা তুহিন শুভ্র মন্ডল, কল্পনা সরকার,অর্পিতা হালদার, পলাশ মন্ডল,পিউলি মন্ডল,পপি মন্ডল, গৌর বর্মণরা জেলার ঐতিহাসিক ও ঐতিহ্যমন্ডিত সম্পদশালী বাণগড়,শিববাড়িতে অবস্থিত কলাগাছ ( ফোর পিলার স্টোন) মহিপাল দীঘি, জন থমাসের নীলকুঠি,আয়রা ফরেস্ট ঘুরে দেখালেন আর জেলার সম্পদের সাথে পরিচয় করিয়ে দিলেন।

          ইতিহাস ও মিথের এই যে অনবদ্য সহাবস্থান দক্ষিণ দিনাজপুরে তা জেনে শুধু ছাত্র-  ছাত্রী নয় অন্য শিক্ষক – শিক্ষিকারাও গর্ব অনুভব করলেন।শিক্ষক ও জেলার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগী তুহিন শুভ্র মন্ডল জানান ‘ আমাদের জেলা যে কত প্রাচীন, কত সম্পদময় তার সাথেই পরিচয় ঘটানোর চেষ্টা করলাম ।ওদের বোঝাতে চাইলাম এই সম্পদ আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি অথচ হেলায় নষ্ট করছি।তাই তাকে রক্ষা করতে হবে আর ছাত্র- ছাত্রীদেরও তাতে ভূমিকা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *