December 4, 2024

তৃণমূল কেন্দ্রে সরকার গড়তে নির্নায়কের ভূমিকা পালন করবে–অভিষেক

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–১৯শে ফিনিস বিজেপি।এবার কেন্দ্রে  সরকার গড়তে তৃণমূল দলের হাতেই সরকারের চাবিকাঠি থাকবে।তাই বিয়াল্লিশে বিয়াল্লিশ আমাদের চাইই চাই।বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি তে এক নির্বাচনী জনসভায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের যুবরাজ তথা বিদায়ী সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় এই কথা গুলি বলেন।
অভিষেক বাবু বলেন ২০১৪সালের লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপি যত প্ৰতিশ্রুতি দিয়েছিল তার পরিবর্তে জনসাধারণকে হয়রানি করা ছাড়া কোন কাজ করেনি।সবার একাউন্টে ১৫লক্ষ করে টাকা পেয়েছেন কেও পান নি,দুই কোটি বেকারের চাকরি কারো হয়েছে কি?না হয়নি।অথচ আমাদের মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছিল তার চেয়ে কয়েকগুণ বেশি কাজ করেছে।জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের যা যা  প্রয়োজন তার সবটাই দিয়েছে আপনাদের।তাই ভাওতা বাজিদের কোন কথায় ভুলবেন না।আপনাদের আমাদের সবার প্রিয় প্রার্থী অর্পিতা ঘোষকে আপনার পছন্দের ভোট টি দিয়ে দিদির হাতকে শক্তিশালী করুন।আমাদের লক্ষ এবার মোদিকে সরিয়ে দিদিকে বসতে হবে আপনাদের সবার সহ যোগীতায়।জনসভায় বক্তব্য রাখেন রাজ্যের সংখ্যা লঘু দপ্তরের মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়,দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল সভাপর্তি বিপ্লব মিত্র,প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *