হেমতাবাদে ছাত্র খুনের দ্বায়ে গ্রেফতার এক ছাত্র
1 min read
তন্ময় ও চিন্ময় দাস,হেমতাবাদ ঃউত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের এক জঙ্গল থেকে ছাত্রর মরদেহ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। উত্তর দিনাজপুর জেলার বাহারাইল ফরেস্টের জঙ্গল বিলাশ এলাকা নিয়ে গঠিত । গ্রামের পাশেই এই জঙ্গল।
এই দিন সকালে মরদেহ টি গ্রামবাসী দের নজরে আসে, বিষয়টি তড়িঘড়ি জানানো হয় স্থানীয় হেমতাবাদ থানায়। খবর পেয়ে দ্রুত ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ। উদ্ধার করা হয় মৃতদেহ। পুলিশ সুত্রে জানা য়ায় মৃত ওই ছাত্রের বাড়ি ওই এলাকাতেই সে স্থানীয় বাহারাইল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, ছাত্র কে খুন করা হয়েছে প্রাথমিক অনুমান। স্থানীয় সূত্রেজানা য়ায় মৃত ওই ছাত্রের বয়স ১১,সকালে মৃতদেহ দেখা যায় পুলিশ কে খবর দেওয়া হয় তারা এসে উদ্ধার করে নিয়ে গিয়ে।
কি করে কয় এক কিলোমিটারে মধ্য খুন হলো খতিয়ে দেখছে পুলিশ ,এই দিন ছাত্র খুনের ঘটনায় এক ১৪ বছর বয়সী ছাত্রকে গ্রেফতার করেছে কে কে এর সাথে য়ুক্ত তাও খতিয়ে দেখছে পুলিশ।