October 27, 2024

রাখুন গামছা পুজোর ফ্যাশনে !

1 min read

রাখুন গামছা পুজোর ফ্যাশনে !

।। শুভশ্রী মুহুরী ।।

গামছা অর্থাত্‍ গা মোছা। একসময় বাড়িতে বাড়িতে এই গামছার প্রচলন ছিল। তারপরে যুগের পরবর্তনে গামছার জায়গা অধিকার করেছে তোয়ালে। আর ধীরে ধীরে গামছা হয়ে উঠেছে ব্যাকডেটেড। তবে এই ব্যাকডেটেড গামছাই এখন হয়ে উঠেছে জনপ্রিয়। শুধুমাত্র কলকাতা নয়, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও নজর কেড়েছে এই গামছার পোশাক। বুটিকে বুটিকে গামছার পোশাকের রকমফেরে মন গলেছে ক্রেতাদের।

গামছা শাড়িঃ গামছা প্রিন্টের শাড়ি গুলি বিভিন্ন রঙে উপলব্ধ। পড়তেও বেশ হালকা। তাই যারা তেমন শাড়ি পড়তে পারেন না তাঁরা এই গামছা শাড়ি বেছে নিতে পারেন পুজোর জন্য। মোটামুটি ২০০০ টাকা থেকে এই গামছা শাড়ির রেঞ্জ শুরু হয়। কলকাতার সমস্ত বুটিকেই পেতে পারেন এই গামছা শাড়ি।গামছা ব্লাউজঃ অনেকেই হ্যান্ডলুম শাড়ির সাথে ব্লাউজে এক্সপেরিমেন্ট করতে চান। এক রঙের হ্যান্ডলুমের সাথে যদি গামছা ব্লাউজ পড়লে ফ্যাশনে অন্য মাত্রা যোগ হয়। এই ধরনের ব্লাউজ পড়তেও বেশ আরাম। কলকাতার সমস্ত বুটিকেই এই গামছা ব্লাউজ পাওয়া যায়।গামছা ড্রেসঃ অনেকেই ড্রেস পড়তে বেশি ভালোবাসেন। তাঁদের জন্য বিভিন্ন ধরনের গামছা ড্রেসও রয়েছে। শর্ট ড্রেস থেকে ম্যাক্সি ড্রেস সবেতেই গামছা স্টাইল দেখা যায়। হালকা মেক আপের সাথে গামছা ড্রেস পড়লে দেখতেও ভালো লাগে।গামছা টপ এবং গামছা কুর্তিঃ যারা টপ বা কুর্তি পড়তে পছন্দ করেন তাঁরা এবার পুজোয় গামছা স্টাইল বেছে নিতে পারেন। জিন্স, পালাজো বা ধোতি প্যান্টের সাথে গামছা স্টাইল বেশ জনপ্রিয়।গামছা পার্সঃ আজকাল পার্সের কাপড়েও গামছা ব্যবহার করা হয়। সহজেই ক্যারি করা যায় এবং দেখতেও সুন্দর হয় এই ধরনের পার্স। বুটিকেই গামছা পার্স পেয়ে যাবেন।গামছার গয়নাঃ গামছার গয়নাও দেখতে সুন্দর হয়। বিভিন্ন রঙের গামছার গয়না এবার পুজোয় হাতে গলায় কিংবা কানে পড়তে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *