October 27, 2024

কোভিডজয়ীদের জন্য গাইডলাইন দিল কেন্দ্র যোগ ব্যায়াম থেকে আয়ুর্বেদিক ওষুধ

1 min read

কোভিডজয়ীদের জন্য গাইডলাইন দিল কেন্দ্র যোগ ব্যায়াম থেকে আয়ুর্বেদিক ওষুধ

করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা রোগীদের বিষয়ে গাইডলাইন জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রক। তাতে বলা হয়েছে, যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন তাঁরা নিয়মিত আয়ুর্বেদিক ওষুধ খান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগ ব্যায়াম করুন নিয়মিত। স্বাস্থ্যমন্ত্রক স্পষ্ট করেই বলেছে, এই গাইডলাইন তাঁদের জন্যই, যাঁরা কোভিড থেকে সেরে উঠেছেন।

যাঁদের উপসর্গ ছিল, গা হাত পা ব্যথা, জ্বর, সর্দি ছিল, তাঁদের জন্যই এই গাইডলাইন। একই সঙ্গে বলা হয়েছে সবসময় মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা। স্বীকৃত আয়ুর্বেদিক চিকিত্‍সকদের সঙ্গে পরামর্শ করে তাঁদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়ার কথা বলা হয়েছে গাইডলাইনে। রোজ পরিমাণ মতো গরম জল খাওয়ার কথাও উল্লেখ রয়েছে তাতে। কোভিড সারিয়ে ওঠা রোগীদের উদ্দেশে প্রতিদিন সকালে দুধ বা জলের সঙ্গে এক চামচ চবনপ্রাস খাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রক। রোজ গার্গেল করার কথাও বলা হয়েছে। প্রতিদিন হাঁটাহাঁটি করা ও যোগ ব্যায়াম করার কথা বলা হয়েছে গাইডলাইনে। এর ফলে শরীরে রোগ প্র্তীরোস ক্ষমতা বাড়বে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সুগার, কিডনির অসুখের মতো কঠিন রোগ থাকা ব্যক্তিদের উদ্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ, ওই রোগের ওষুধের সঙ্গে সঙ্গে যোগ ব্যায়ামকে অভ্যেস করে ফেলতে হবে। সমাজিক ভাবে যাতে কোভিডজয়ীদের কোনও বয়কটের মতো পরিস্থিতিতে না পড়তে হয় সে ব্যাপারে সার্বিকভাবে সকলের দায়িত্ব পালনের কথা বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইনে। কোভিড থেকে সেরে ওঠা রোগীরা যাতে আর পাঁচ জনের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সে ব্যাপারেও সামাজিক দায়িত্বের কথা বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *