October 26, 2024

বাংলার যুবশক্তি” কর্মসূচী সামনে রেখে সাংগঠনিক কর্মশালায় তাবর তাবর নেতা থাকলেও বর্ষীয়ান তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য না থাকায় কিসের ইঙ্গিত,প্রশ্ন সর্বত্র

1 min read

বাংলার যুবশক্তি” কর্মসূচী সামনে রেখে সাংগঠনিক কর্মশালায় তাবর তাবর নেতা থাকলেও বর্ষীয়ান তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য না থাকায় কিসের ইঙ্গিত,প্রশ্ন সর্বত্র

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১১,আগস্ট: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ উৎসব ভবনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের যুব বাহিনীর সদস্যদের নিয়ে গড়া বাংলার যুবশক্তি কর্মশালায় কালিয়াগঞ্জের তাবর তাবর তৃণমূলের মহারথীরা উপস্থিত থাকলেও এই সভায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা জেলা পরিষদের বর্ষীয়ান নেতা দধি মোহন দেবশর্মা না থাকায় সবার মনেই প্রশ্ন তাহলে কি তৃণমূলের সাথে এই বর্ষীয়ান নেতার সম্পর্ক আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে?একদিকে যখন তৃণমূলের যুবশক্তিদের সাংগঠনিক কর্মশালা চলছে আগামী ২০২১শের বিধান সভার নির্বাচনকে পাখির চোখ করে যুবশক্তিদের অক্সিজেন দেবার জন্য খোদ তৃণমূলের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সুদূর ইসলামপুর থেকে আসছেন তখন এই বর্ষীয়ান নেতা দধি মোহন দেবশর্মা কালিয়াগঞ্জে থেকেও শুধু এই সভাতেই নয় কোন তৃণমূলের সভায় দেখা যাচ্ছেনা বেশ কিছুদিন থেকেই?

তাহলে কি দধি মোহন দেবধর্মার প্রয়োজন কি ফুরিয়ে গিয়েছে?কালিয়াগঞ্জের অনেক তৃণমূলের সমর্থকরাও এই ঘটনায় অন্য কিছুর ইঙ্গিত পাচ্ছে বলেও শোনা যাচ্ছে। যদিও উত্তর দিনাজপুর জেলার বিজেপি নেতৃত্বরাও কালিয়াগঞ্জ বিধান সভাকে পাখির চোখ ভেবে তৃণমূলের সংগঠনে থাবা বসানোর জন্য ওত পেতে বসে আছে।উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী কথায় কথায় বলেই ফেললেন একটু অপেক্ষা করুন তাহলে সব কিছু জলের মত পরিষ্কার হয়ে যাবে।

বিজেপি বসে নেই।তৃণমূলের যা অবস্থা তা কয়েকদিন আগে সিঙ্গুরের সমবায় নির্বাচনের ফলেই আগাম জানিয়ে দিয়েছে যে সিঙ্গুর থেকে দিদির আবির্ভাব সেই সিঙ্গুর থেকেই নাকি তার পতন শুরু হয়ে গেছে বলে বিশ্বজিৎ লাহিড়ী জানান।উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পালের ব্যবস্হাপনায় এদিন কালিয়াগঞ্জে যুবশক্তি কর্মশালায় প্রধান বক্তা ছিলেন জেলা তৃনমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা। তিনি যুবকদের আগামী বিধান সভা নির্বাচনে কালিয়াগঞ্জে বিধান সভা আসনটিতে তাদের প্রার্থীকে জয়ী করতে এখন থেকেই কাজ শুরু করবার পরামর্শ দেন।উত্তর দিনাজপুর জেলা যুব সভাপতি তথা তরুণ তুর্কি নেতা গৌতম পাল বলেনমমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে কোভিড পরিস্থিতি এবং আম্ফান ঘুর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়ে সংকটে পড়া বাংলার মানুষের পাশে দাঁড়াতে যুব তৃণমূলের সদস্যদের নিয়ে এই যুবশক্তি বাহিনী গঠন করা হয়েছে। এই যুবশক্তি বাহিনীর কাজকর্ম নিয়ে দিশা দেখাতে এদিন কালিয়াগঞ্জে কর্মশালার আয়োজন করা হয়। কয়েক মাস বাদে ২০২১ সালে পশ্চিমবাংলায় বিধানসভার ভোট। তৃতীয়বার বাংলায় তৃনমূল সরকার গঠনের লক্ষ্য নিয়ে যুবশক্তি বাহিনীর সদস্যদের ময়দানে নামানো হয়েছে।গৌতম বাবু বলেন আর দেরি নয় আমাদের সবাইকে সমস্ত ভেদাভেদ ,অভিমান ঝেড়ে ফেলে দিয়ে একটা লক্ষেই সবাইকে এগোতে হবে।সেই লক্ষ হচ্ছে ২০২১শের বিধান সভা ভোট।এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ,কালিয়াগঞ্জে বিশিষ্ট তৃণমূল নেতা তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক কার্তিক চন্দ্র পাল,কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য সহ অনেক তৃণমূল সমর্থকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *