October 26, 2024

বোলপুর শান্তিনিকেতনের আদিবাসীদের গ্রামে আদিবাসী শিক্ষার্থীদের নিয়ে রাখি বন্ধনে বৃক্ষ-রাখি বন্ধন উৎসবের দ্বিতীয় বছর উদযাপন করলেন ড: তাপস পাল

1 min read

বোলপুর শান্তিনিকেতনের আদিবাসীদের গ্রামে আদিবাসী শিক্ষার্থীদের নিয়ে রাখি বন্ধনে বৃক্ষ-রাখি বন্ধন উৎসবের দ্বিতীয় বছর উদযাপন করলেন ড: তাপস পাল

পিয়া গুপ্তা চক্রবর্তী আদিবাসী গবেষকদের সাথে রাখি বন্ধনে বৃক্ষ-রাখি বন্ধন উৎসবের দ্বিতীয় বছর উদযাপন করলেন ড: তাপস পাল’পরিবেশ আপনার প্রকৃতি নয়’ যিনি এই মন্তব্যের ধারক ও বাহক তার সব চিন্তাতেই যেন প্রকৃতি ভাবনা | গতবছর ২০১৯ সালের ১৫ ই আগস্ট রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড: তাপস পাল তার ও আইন বিভাগীয় সহকারী অধ্যাপিকা ময়ূরীকা রায়-এর বিবাহবন্ধনে বৃক্ষ-রাখি বন্ধন উৎসবের সূচনা করেন |

১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসবের শুরু করেন | দীর্ঘ চোদ্দো বছর কবিগুরুর ছত্রছায়ায় ও বিশ্বভারতীর শিক্ষায় অনুপ্রাণিত হয়েই তাপস বাবু পরিবেশ বাঁচাতে এই উদ্যোগ নিয়েছেন | এবছরে বোলপুর শান্তিনিকেতনের মোল্লাডাঙ্গা নামে এক সাঁওতাল গ্রামে আদিবাসী গবেষকদের সঙ্গে এই উৎসব পালন করলেন |

সাথে ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিনয় ভবনের সহকারী অধ্যাপক ড: প্রহ্লাদ রায় এবং বোলপুর কোর্টের ক্রিমিনাল অ্যাডভোকেট বিপদত্তরণ ভট্টাচার্য | তাপস বাবু রাষ্ট্রপুঞ্জের স্থিতিশীল ভাবনার বাস্তব রূপায়ণ করতে চান এই উৎসব তারই একটি অঙ্গ |

তাপস বাবুর কথায় ‘আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি আচার্য জগদীশ চন্দ্র বলেছেন গাছেরও প্রাণ আছে | কবিগুরু ভাতৃত্ব বোধ দৃঢ় করতে রাখি বন্ধন উৎসবের প্রচলন করেছিলেন, তবে তো গাছের জন্যই আমরা বেঁচে আছি সেখানে এ সম্পর্ক তো আরও গভীর তাই আমি বৃক্ষ-রাখি বন্ধন উৎসব শুরু কিরেছি | এই উৎসব মানুষের সাথে যেদিন ইমোশনালি অ্যাটাচ হয়ে যাবে সেদিন সব গাছেরাই হেসে প্রত্যুত্তর দেবে |’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *