October 26, 2024

মাছ ধরতে গিয়ে আবারো বাঘের পেটে গেল সুন্দরবনের এক মৎস্যজীবী

1 min read

মাছ ধরতে গিয়ে আবারো বাঘের পেটে গেল সুন্দরবনের এক মৎস্যজীবী

সুশোভন মিস্ত্রি সুন্দরবন :-   আজ বিকাল তিনটে নাগাদ সুন্দরবন জঙ্গলে মাছ ধরতে যায় লাহিড়ী পুরের বাসিন্দা বছর পঞ্চাশের যামিনী মিস্ত্রি ও তার তিনজন সহকর্মী তারা নৌকা নিয়ে পঞ্চমুখী নদীর দুই নম্বর খাড়িতে মাছ ধরছিলেন মাছ ধরা প্রায় শেষের দিকে এই মত অবস্থায় জঙ্গলের ধারে যেসব গাছ ভেঙে পড়ে নদীর মধ্যে সেই সব গাছের গোড়া থেকে মাছ সংগ্রহ করছিলেন জাল দিয়ে বছর পঞ্চাশের যামিনী মিস্ত্রি ও তার সহকর্মী হঠাৎই তিনটে নাগাদ বাঘ আক্রমন করে যামিনী মিস্ত্রির উপর এবং

তাকে নিয়ে টানতে টানতে জঙ্গলে নিয়ে যেতে থাকে সাথে সাথে তার সহকর্মীরা তাকে বাঘের হাত থেকে ছাড়ানোর জন্য বহু চেষ্টা করে কিন্তু অবশেষে তাকে ছাড়াতে পারেনি। তাকে ছাড়াতে না পেরে বাড়িতে ফিরে আসে তার সহকর্মীরা কিন্তু ততক্ষনে বাঘ তাকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায় দেহ উদ্ধার করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি পরে বনদপ্তরের কর্মীরা যায় দেহ উদ্ধার করতে কিন্তু ততক্ষণে বাঘ তাকে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যায় ফলে বনদপ্তর এর পক্ষে সম্ভব হয়নি দেহ ফিরিয়ে আনার এদিকে তার পরিবার গভীর শোকাহত এরকম অপ্রত্যাশিতভাবে একটা দুর্ঘটনার খবর পেয়ে তারা ভেঙে পড়েছেন পরিবার সূত্রে জানিয়েছে দুপুর বেলা খেয়ে দেয়ে মাছ ধরতে গিয়েছিল যামিনী কিন্তু বিকেল তিনটে নাগাদ তাকে এই অবস্থায় বাঘে নিয়ে যাওয়ার পরে তার সহকর্মীরা বাড়িতে এসে খবর দেয় এবং এ খবর পেয়ে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে। ও সহকর্মীদের কাছ থেকে জানা যায় তারা এখনও পর্যন্ত এই ঘটনাটিকে ঠিকভাবে মেনে নিতে পারছে না এবং এখনো যেন একটি বিশাল আতঙ্কের মধ্যে দিয়ে তাদের সময় যাচ্ছে তাদের সাথে কথা বলতে গেলে মাঝেসাজে তারা আপন মনে ভয়ে ভীত হয়ে উঠছেন এবং ঘটনার বিবৃতি দিতে গিয়েই তাদের ভয়ে গা কাঁটা দিয়ে উঠলো এমত অবস্থায় পরিবারসহ গোটা গ্রামবাসী যেন একেবারে আতঙ্কিত স্তম্ভিত গোটা গ্রামে যেন এক আতঙ্কের ছায়া নেমে এসেছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *