December 10, 2024

নোয়াপাড়া বিধানসভা এবং উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচন মোটামুটি শান্তিপুর্ণ

1 min read
প্রীতম সাঁতরা: কোলকাতা :  সোমবার একই সাথে চলছে নোয়াপাড়া বিধানসভা এবং উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচন। উভয় জায়গাতেই মোটামুটি শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ চললেও, একধিক জায়গা থেকে মিলেছে বিচ্ছিন্ন অশান্তির অভিযোগ। উলুবেড়িয়াতে বিভিন্ন বুথে এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধীরা। পাশাপাশি বিরোধীরা আরও দাবি করেছেন উদয়নারায়নপুর, আমতা সহ অধিকাংশ বুথেই নেই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে ২০০৯ সালে নির্বাচিত হয়েছিলেন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ। কিন্তু প্রায় পাঁচ মাস আগেই তিনি প্রয়াত হন। তার ফলেই এদিনের উপনির্বাচন। এবারে প্রার্থী করা হয়েছে তাঁর স্ত্রী সাজদা বেগমকে। যদিও উপনির্বাচনকে কেন্দ্র করে সাধারণের মধ্যে তেমন উৎসাহ দেখা যায়নি বলেই সূত্রের খবর। বেলার দিকে ভিড় বাড়লেও, সকালের দিকে মোটামুটি ফাঁকাই ছিল বুথে ভোটারদের লাইন।

এদিকে নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনেও এদিন প্রায় একই ছবিই ধরা পড়েছে। সকালের দিকে গারুলিয়ার ৪ নম্বর ওয়ার্ডে বিজেপি এজেন্টকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। এছাড়া উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি বলেই খবর। নিরাপত্তার খাতিরে এখানে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। ২০১৬ সালে নোয়াপাড়া থেকে নির্বাচিত হয়েছিলেন কংগ্রেস প্রার্থী মধুসুদন ঘোষ। কিন্তু তাঁর প্রয়াণে শূন্য পড়েছিল আসনটি। যার ফলেই এই উপনির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *