October 7, 2024

তমলুকে মহিলা মোর্চার পথ অবরোধ, ভোগান্তি সাধারণ মানুষের

1 min read
প্রীতম সাঁতরা (বর্তমানের কথা) : কলকাতায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে আটক করার প্রতিবাদে তমলুকে পথ অবরোধ করল স্থানীয় বিজেপি মহিলা মোর্চা। নেতৃত্বে ছিলেন মহিলা মোর্চা সম্পাদক কেকা পাহাড়ি। ব্যস্ত সময়ে অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের। হলদিয়া মেছেদা রাজ্য সড়কের সংকরা বাস স্টপে ব্যাপক যানজটের সৃস্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। কয়েক ঘণ্টা পর তুলে নেওয়া হয় অবরোধ।চলতি সপ্তাহে বিজেপি মহিলা মোর্চার একটি মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার চেহারা নিয়েছিল ধর্মতলা চত্বর। আটক করা হয় মোর্চা নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ বেশ কয়েক জনকে। শিলিগুড়িতে ৮ বছরের এক নাবালিকাকে হত্যার প্রতিবাদে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল মহিলা মোর্চার পক্ষ থেকে। ধর্মতলায় মিছিল এসে পৌছালে পথ অবরোধ করে মোর্চা। শুরু হয় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি। এরপরেই আটক করা হয় লকেট সহ বেশ কয়েকজনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *