কালিয়াগঞ্জের বরুনায় বুথ ভিত্তিক তৃনমূল কর্মিসভা
1 min read(বর্তমানের কথা) সামনের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে রাজ্যে শাসক দল তৃনমূল কংগ্রেস। তাদের নিজেদের আসনন ধরে তো রাখতেই হবে তার সাথে সাথে বিরোধীদের দখলে থাকা আসন নিজেদের দখলে নিয়ে আসা।সেই কারনে ইতি মধ্যেই বুথ ভিত্তিক কর্মিসভার মধ্য দিয়ে তৃনমূল কর্মিদের জ্বগিয়ে তোলার কাজ শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। দিনের সাথে সাথে রাতেও কর্মিসভা করছে তৃনমূল কংগ্রেস। মঙ্গলবার রাতে কালিয়াগঞ্জ ব্লকের বরুনা গ্রাম পঞ্চায়েতের অধিন বরুনা প্রাথমিক বিদ্যালয়ে একটি কর্মিসভার আয়োজন করা হয়। আলোচ্য বিষয় গুলি মধ্যে বিগত সরকারের আমলে কি ধরনের উন্নতি হয়েছে এবং মা মাটি মানুষের সরকারের আমোলে কি ধরনের উন্নয়ন হয়েছে রাজ্যে।তাদের নিত্রে যেসব জনমূখি প্রকল্প গ্রহণ করেছে সে গুলি সাধারন মানুষের কাছে তুলে ধরতে হবে।এদিনে কর্মি সভায় উপস্থিত ছিলেন তৃনমূল ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা, বরুনা গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী মাহাতো, অঞ্চল সভাপতি রজনীকান্ত রায় সহ আরো অনেকে। কালিয়াগঞ্জের ৮টি অঞ্চল ও পঞ্চায়েত সমিতির তৃনমূলের দখলে থাকলেও।উন্নয়নের সাথে যাতে বিরোধীরা যাতে একটি আসোন না পায়।সেই লক্ষ নিয়ে মাঠে নেমেছে বলে জানান ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা। এদিন শুধু কর্মি সভায় নয় সভার শেষে তৃনমূল কর্মিদের নিয়ে বন ভোজনের আয়োজন করা হয়।কারন নতুন বছর পিকনিকের সময় তাই কর্মি সভার পরে কর্মিদের নিয়ে বন ভোজন করা হয়।