October 30, 2024

মহা নামসংকীর্তনের শেষে মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরে পদাবলী কীর্তনে নবদ্বীপ এর শ্রীমতি গৌরী রানী পন্ডিত ও সম্প্রদায় মাতিয়ে তুলল

1 min read
তপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর–মহা নামসংকীর্তনের শেষে মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরে পদাবলী কীর্তনে নবদ্বীপ এর শ্রীমতি গৌরী রানী পন্ডিত ও সম্প্রদায় মাতিয়ে তুলল মঙ্গলবার উত্তরদিনাজপুর জেলার  কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রাগঞ্জ নাট মন্দিরে দীর্ঘ 13দিন ধরে মহানাম সংকীর্তনে র পর বুধবার থেকে শুরু হয়েছে পদাবলী কীর্তনের আসর।
পদাবলী কীর্তন পরিবেশন করছেন নবদ্বীপের বিখ্যাত পদাবলী কীর্তননিয়া তথা ক্যাসেট শিল্পী শ্রীমতি গৌরী রানী পন্ডিত ও তার সম্প্রদায়।64প্রহর নাম জন্য সমিতির সম্পাদক মিহির রঞ্জন চৌধরী জানান পদাবলী কীর্তনের আসর বৃহস্পতিবার পর্যন্ত চলবে।পদাবলী কীর্তন শুনতে বহু দূরদূরান্ত এলাকা থেকে বয়স্ক পুরুষ ও মহিলাদের ব্যাপক ভিড় হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *