October 30, 2024

ওয়েসট বেঙ্গল স্টেট কো অপারেটিভে সভাপতি ডঃ সৌরভ চক্রবর্ত্তী কে বিশেষ সম্বর্ধনা

1 min read

তমাল চক্রবর্তী আলিপুরদুয়ার:-আজ আলিপুরদুয়ার মহিলা সমবায় ঋনদান সমিতির প্রাক্তন সম্পাদিকা শ্রীমতি দিপালী রায় চৌধুরীর বার্ষিক স্মরন সভা কে সামনে রেখে এই সমবায়ের সকল অফিস কর্মী একত্রিত হয়ে আলিপুরদুয়ারের বিধায়ক তথা জলপাইগুড়ি সেন্ট্রাল কো অপারেটিভের সভাপতি এবং সদ্য নিযুক্ত ওয়েসট বেঙ্গল স্টেট কো অপারেটিভে সভাপতি ডঃ সৌরভ চক্রবর্ত্তী কে বিশেষ সম্বর্ধনা ঞ্জাপন করে।উক্ত অনুষ্টানে বিধায়ক ছাড়াও উপস্হিত ছিলেন ভূমি ও রাজস্ব দপ্তরের সভাপতি শ্রী মৃদুল গোস্বামী , প্রাক্তন বিধায়ক শ্রী দেব প্রসাদ রায় ,ম্যাক উইলিয়াম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শ্রী কনৌজ ভল্লব গোস্বামী , আলিপুরদুয়ার জেলাপরিষদের কর্মাদক্ষ শ্রীমতি শিলা দাস সরকার ,বিবেকানন্দ ২নং গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতি উমা দাস ও আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান শ্রী আশিষ দ্ত্ত মহাশয় ।বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্ত্তী এই সমবায়ের কর্মীদের কথা দেন যে আজকের পর থেকে তিনি সবসময় তাদের পাশে থাকবেন সমবায়ের সকল দাবী ও চাহিদাগুলিকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্ধোপধ্যায় কে জানাবেন।আজকের তারিখ পর্যন্ত সমবায় কোন সরকারি সুযোগ সুবিধা পায়নি। এবার যাতে সেইসব সুযোগ পায় তার ব্যবস্হাও তিনি করে দেবেন।আমাদের প্রাক্তন বিধায়ক শ্রী দেব প্রসাদ রায় মহাশয় জানান যে এই সমবায়ে প্রায় ১১০টি স্বনির্ভর গোষ্ঠি আছে। তিনি সেই গোস্ঠিগুলিকে সবরকম সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার চেস্টা কলছেন।ইতিমধ্যেই তিনি একটি বড় অঙ্কের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্হা করেফেলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *