আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কে কোচবিহার জেলা থেকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার ডাক দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ
1 min readশুভদীপ চক্রবর্তী দিনহাটা ঃআগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কে কোচবিহার জেলা থেকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার ডাক দিলেন তৃনমুল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ । শনিবার দিনহাটা সংহতি ময়দানে দিনহাটা ৭ নং বিধান সভা ভিত্তিক সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দলের কর্মীদের নির্দেশ দেন মন্ত্রী । এদিন দিনহাটা ৭ নং বিধানসভা ভিত্তিক দুদিন ব্যাপী দলের বাছাই করা কর্মীদের নিয়ে সম্মেলনের আগে এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল দিনহাটা সংহতি ময়দানে । এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন তৃনমুল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ , দলের কোচবিহার জেলা তৃনমুল কংগ্রেসের কার্যকারী সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন , কোচবিহার জেলা তৃনমুল কংগ্রেসের সহ সভাপতি তথা বিশিষ্ট আইনজীবি আব্দুল জলিল আহমেদ , কোচবিহার জেলা তৃনমুল কংগ্রেসের সাধারন সম্পাদক পার্থ নাথ সরকার , কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃনমুল যুব কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, তৃনমুল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ , সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া ,তৃনমুল কংগ্রেসের দিনহাটা ১ ও ২ নং ব্লক সভাপতি নুর আলম হোসেন , মীর হুমায়ুন কবীর ,জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্যা মমতাজ বেগম , তৃনমুল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি সাবির সাহা চৌধুরী , দিনহাটা ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্না দাস , দিনহাটা ২ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তি রায় , দিনহাটা শহর ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি অসীম নন্দী , দিনহাটা শহর ব্লক তৃনমুল কংগ্রেসের কার্যকারী সভাপতি বিশু ধর , দিনহাটা মহিলা তৃনমুল কংগ্রেসের সভানেত্রী অপর্না দে নন্দী সহ আরো অনেকে । ভিড়ে ঠাসা এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ , মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে সারা বাংলা সহ কোচবিহারে যে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে তার খতিয়ান তুলে ধরেন । তিনি বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন পাশাপাশি এখন থেকেই পঞ্চায়েত নির্বাচনের জন্যে প্রচারে নেমে পড়ার বার্তা দেন মন্ত্রী । এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক উদয়ন গুহ , জনগন আমাদের পাশে আছে তাই আমরা এবার পঞ্চায়েত নির্বাচনে দিনহাটা মহকুমার সমস্ত পঞ্চায়েত তৃনমুল কংগ্রেস জয়ী হবে । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্ব এ বিভ
িন্ন দপ্তরের মন্ত্রী আমাদের যেভাবে হাত বারিয়ে দিয়েছে এর ফলে দিনহাটা শহর সহ বিভিন্ন এলাকায় উন্নয়ন হচ্ছে বলে তিনি জানান ।
িন্ন দপ্তরের মন্ত্রী আমাদের যেভাবে হাত বারিয়ে দিয়েছে এর ফলে দিনহাটা শহর সহ বিভিন্ন এলাকায় উন্নয়ন হচ্ছে বলে তিনি জানান ।