October 10, 2024

কালিয়াগঞ্জ বই মেলায় বই পড়ার অভ্যাস গড়ে তুলতে কালিয়াগঞ্জ কলেজের অধ্যপক ও অধ্যাপিকাদের অভিনব আলোচনা চক্র

1 min read


তপন চক্রবর্তী–উত্তরদিনাজপুর--মঙ্গলবার উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বই মেলায় কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাদের উদ্যোগে শিশুকাল থেকেই গ্রাম ও শহরের শিশুদের মধ্যে ব ই পড়ার অভ্যাস করা নিয়ে একটি অভিনব আলোচনা চক্রের আসর বসে।আলোচনা চক্রের আলোচনার মধ্য দিয়ে উঠে আসে শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস শিশুকালই আদর্শ সময়।আমাদের অভিভাবকদের যেমন শিশুদের বই পড়ার একটা সময় বের করে দিতে হবে,শিশুদের সামনে শিশুদের মত  বই নিয়ে আলোচনা করতে হবে।প্রাথমিক বিদ্যালয় স্তর থেকেও শিশুদের মধ্যে এই অভ্যাস গড়ে তুলবার জন্য সরকারের এখুনি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলেই আলোচনাতে উঠে আসে।কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ড পীযুষ কুমার দাস বলেন আজকাল ব ই পড়ার অভ্যাস উঠে যাবার জন্য শিশুদের শধু দোষারোপ করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়না।এর জন্য আমাদের অভি ভাবকদের যে দায়িত্ব পালন করা উচিত ছিল সে দায়িত্ব আমরা কজন পালন করেছি।আলোচনা চক্রে অংশগ্রহণ করেন ড দেবাশীষ ভৌমিক,ড চন্দন রায়,অধ্যাপক পবিত্র বর্মন,ড পুস্পা কুমারী,অধ্যপীকা রিনা দাস,অধ্যাপক এস দত্ত এবং অধ্যাপক তুষার কর্মকার।আলোচনা চক্রে উঠে আসে ছাপার অক্ষরের বই এবং বর্তমান যুগের হোয়াটস প দুটোই বই পড়ুয়াদের বই পড়ার অভ্যাস বৃদ্ধিতে সাহায্য করতে পারে।অধ্যাপক ড দেবাশীষ ভৌমিক বই মেলায় আসা বই প্রেমিকদের কাছে আবেদন করেন ব মেলা তখনি স্বার্থক হয়ে উঠবে যখন আমরা ঘরে ঘরে বই পড়ার প্রচলন আবার শুরু করতে পারবো ।অধ্যাপক দেবাশীষ ভৌমিকের অনুষ্ঠান সঞ্চালনা ছিল তারিফ করবার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *