December 7, 2024

শুধু রং সাথে মিষ্টি মুখ ও করালেন আই সি

1 min read

প্রদীপ সিনহা :-করণদিঘি,বর্তমানের কথা হোলি উত্সবে এদিন করণদিঘির থানা উপলক্ষে হেলমেট বিহীন বাইক আরোহীদের মিষ্টি মুখ করে তাদের গালে আবির তুলে দেওয়া হলো।

হোলি উত্সব উপলক্ষে এদিন সমস্ত গাড়ি চালক ও হেলমেট বিহীন বাইক আরোহীদের এদিন কপালে আবিরের টিপ ও মুখে মিষ্টি তুলে দেন করনদিঘি থানার আই সি পরিমল সাহা ও ওসি ,ট্রাফিক ওসি সহ সকলে।পাবলিক ও পুলিশের মধ্যে সম্পর্ক ভালো রাখতেই এদিন  অভিনব কায়দায় দোল উত্সব পালিত হয।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *