December 21, 2024

রান্নার গ্যাসের দাম কমল ২.৫৩ টাকা

1 min read

                            
হোলির আগেই রান্নার গ্যাসের দাম কমাল কেন্দ্রীয় সরকার। ভর্তুকিবিহীন এবং ভর্তুকিযুক্ত, দু’ধরনের রান্নার গ্যাসেরই দাম কমানো হয়েছেভর্তুকিবিহীনরান্নার গ্যাসে যখন দাম কমেছে সর্বোচ্চ ৪৭ টাকা, তখন ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসে দাম কমেছে সর্বোচ্চ ২.৫৫ টাকা। সর্বোচ্চ ৮০ টাকা দাম কমেছে বাণিজ্যিকক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসেরও। ৪৭ টাকা কমে দিল্লি ও মুম্বইতে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম হয়েছে যথাক্রমে ৬৮৯ টাকা এবং ৬৬১ টাকা। কলকাতায় ৪৫.৫০ টাকা কমে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে ৭১১.৫০ টাকায়। চেন্নাইয়ে ৪৬.৫০ টাকা কমে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম হয়েছে ৬৯৯.৫০ টাকা।ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের ক্ষেত্রে দিল্লিতে ২.৫৪ টাকা কমে দাম হয়েছে ৪৯৩.০৯ টাকা, কলকাতায় ২.৫৩ টাকা কমে দাম হয়েছে ৪৯৬.০৭ টাকা, মুম্বইয়ে ২.৫৫ টাকা কমে দাম হয়েছে ৪৯০.৮০ টাকা এবং চেন্নাইয়ে ২.৪৮ টাকা কমে দাম হয়েছে ৪৮১.২১ টাকা। দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে বাণিজ্যিকক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের কমে হয়েছে যথাক্রমে ১ হাজার ২৩০ টাকা, ১ হাজার ২৭০.৫০ টাকা, ১ হাজার ১৮১ টাকা এবং ১ হাজার ৩০৭ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *