বৈদ্যুতিক পোলে ভয়াভয়ো অগ্নিকান্ডে চরম উত্তেজনা রায়গঞ্জে
1 min readতন্ময় দাস,বর্তমানের কথা,রায়গঞ্জঃ অন্যান্য দিনের মতো আজও স্বাভাবিক ভাবেই চলছিলো উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মোহোনবাটি এলাকা। কিন্তু সন্ধ্যা সাড়ে ৮ টা বাজতেই ঘন কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা।সেখানকার একটি বৈদ্যুতিক ট্র্যান্সফরমিটারে আগুন লাগার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। খবর দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ দপ্তর এবং দমকলকে।
খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে পৌছায় বিদ্যুৎ সরবরাহ দপ্তরের কর্মীরা।স্থানীয় মানুষ এবং বিদ্যুৎ সরবরাহ দপ্তরের কর্মীদের তৎপরোতায় প্রায় আগুন নিয়ন্ত্রনে আসে।অভিযোগ দমকলবাহিনীকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌছতে দেড়ি করে।বিদ্যুৎ সরবরাহ দপ্তরের খামখেয়ালিপনায় অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনা ঘটে নি।বিদ্যুৎ পরিসেবা বিচ্ছিন্ন গোটা এলাকায়।