December 12, 2024

জেলায় ১০০ শতাংশ প্রাতিষ্ঠানিক প্রসব করানো লক্ষ্য জানালেন উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা

1 min read
জিপিএস সিস্টেম যুক্ত মাতৃযান
তন্ময় চক্রবত্তী ঃ জেলায় ১০০ শতাংশ প্রাতিষ্ঠানিক প্রসব করানো লক্ষ্য জানালেন উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা তিনি বলেন মাতৃযান ছুটবে এবার উত্তরদিনাজপুর জেলায় গ্লোবাপজিশনিং সিস্টেম (জিপিএস)এরমাধ্যমে।তিনি বলেন জেলায় জেলায় মোট ২০টি জিপিএস সিস্টেম যুক্ত মাতৃযান এসেছে। মূলত গর্ভবতী, প্রসূতি সদ্যোজাত শিশুদের এগুলিতে আনা হবে। জেলায় একবছর আগে প্রাতিষ্ঠানিক প্রসবের হার ছিল ৫৭ শতাংশ।


উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা

বর্তমানে তা বেড়ে প্রায় ৮১ শতাংশ হয়েছে। আমাদের লক্ষ্য জেলায় ১০০ শতাংশ প্রাতিষ্ঠানিক প্রসব করানো। এই পরিস্থিতিতে জেলায় আধুনিক সুবিধা বিশিষ্ট অ্যাম্বুলেন্স আসায় প্রসূতি শিশুদের হাসপাতালে আনা সহজ হবে। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় ১৬টি জিপিএসযুক্ত মাতৃযান  এসেছে। আরও চারটি আসবে। সবগুলি চলে এলে রায়গঞ্জ জেলা হাসপাতালে টি, ইসলামপুর মহকুমা হাসপাতাল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে দুটি করে মোট চারটি, জেলার আটটি ব্লকে একটি করে এবং ইসলামপুর করণদিঘি ব্লকে অতিরিক্ত আরও একটি করে মাতৃযান দেওয়া হবে। উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রামগুলির একাংশে এখনও বাড়িতেই সন্তান প্রসব করানো হয়। বর্তমানে নিশ্চয়যানের মাধ্যমে ওই সমস্ত প্রসূতিদের আনার ব্যবস্থা করা হলেও অনেক ক্ষেত্রেই তা হয়ে ওঠে না। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলার ৯৮টি গ্রাম পঞ্চায়েত অন্যান্য হাসপাতালগুলি মিলিয়ে মোট ১৫০টি অ্যাম্বুলেন্স দরকার হয়। সেখানে নিশ্চয়যান এবং সদ্য আসা মাতৃযান জেলা প্রশাসনের দেওয়া অ্যাম্বুলেন্স মিলিয়ে মোট ৯৪টি রয়েছে। আগামী দিনে আরও কিছু অ্যাম্বুলেন্স পেলে জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে রে অ্যাম্বুলেন্স দেওয়া  হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *