ফের জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ উঠলো এক কোম্পানির বিরুদ্ধে
1 min readপ্রীতম সাঁতরা : ফের জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ উঠলো এক কোম্পানির বিরুদ্ধে। এবার অভিযোগের তির হিমাচলপ্রদেশের একটি বেসরকারি কোম্পানির বিরুদ্ধে। কোম্পানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে হিমাচলপ্রদেশের আয়কর ও আবগারি দপ্তর।
তাদের বিরুদ্ধে প্রায় দু’হাজার কোটি টাকার বিক্রয় কর ফাকি দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, জাল নথি দেখিয়ে বিক্রয় করের সুবিধা নিয়েছিল কোম্পানিটি। ২০০৯ সাল থেকে, অর্থাৎ কোম্পানির জন্ম লগ্ন থেকে ২০১৪ সাল পর্যন্ত তারা কোনো রকম বিক্রয় কর জমা দেয়নি বলে অভিযোগ। ২০১৪ সালে বন্ধ হয়ে যায় কোম্পানিটি। সুত্র মারফত আরও জানা গিয়েছে, কোম্পানির চেয়ারম্যান সহ একাধিক ব্যক্তির নামে অভিযোগ দায়ের হয়েছে সিরমৌর জেলার মাজরা থানায়।