December 27, 2024

জয়ললিতার আম্মা ক্যান্টিনের ধাঁচে শুরু হতে যাচ্ছে জেলা সদরে ২১ শে অন্নপূর্ণা, উত্তর দিনাজপুর জেলাবাসীরা অপেক্ষায়

1 min read
জয়ন্ত বোস, বর্তমানের কথা :- উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের মানুষ অপেক্ষার দিন গুনছেন ২১ শে অন্নপূর্ণার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন প্রকল্প ২১শে অন্নপূর্ণা


তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার আম্মা ক্যান্টিনের ধাঁচে শুরু হতে যাচ্ছে আগামী ১লা মে থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা সদরে রাজ্য সরকারের নতুন প্রকল্প ২১ শে অন্নপূর্ণা মাত্র ২১ টাকায় ভরপেট ডাল,সবজি,মাছ ভাত কলকাতায় পাইলট প্রকল্পে ইতিমধ্যে সাফল্যের পর প্রতিটি জেলার জেলা  সদরে শুভ উদ্বোধন হতে চলেছে রাজ্য সরকারের নয়া প্রকল্প জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বিভিন্ন কাজে মানুষ জেলা সদরে আসেন

সারাদিন কর্ম ব্যাস্ততার মাঝে ভোজনের জন্য জেলা সদর অফিসের কাছে দুরে হোটেলে গিয়ে ভোজন সারেন অফিস মুখী মানুষজন ১লা মে থেকেই রাজ্যবাসীর পেট ভরাতে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার , অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 
পঞ্চায়েত ভোটের আগে রাজ্য ব্যাপী চালু হতে চলেছে ২১ শে অন্নপূর্ণা প্রকল্প পিপিপি মডেলে বেনফিসের সঙ্গে কলকাতায় প্রকল্প চালু হয়েছে অনেক আগেই পাইলট প্রকল্পের অঙ্গ হিসেবে কলকাতা আশপাশের এলাকায় রাস্তার পাশে মৎস্য দফতরের বিশেষ গাড়ির মাধ্যমে এই পরিষেবা দেওয়া হয় মে থেকে জেলা সদরগুলিতে এই প্রকল্প চালু করা হবে মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে কলকাতা পুরসভা এলাকায় প্রায় ২২ টি গাড়ির মাধ্যমে এই প্রকল্প চালু রয়েছে 

রাজারহাট, সল্টলেকেও এই পরিবেষা দেওয়া হয় এবার এই পরিধি আরও বাড়ানো হবে এর জন্য কেনা হচ্ছে ১০০ টি ব্যাটারি চালিত গাড়ি নবান্ন সূত্রে খবর, আপাতত জেলা সদরগুলিতে জেলাশাসকের অফিসের < span style="font-family: "vrinda"; line-height: 115%;">সামনে এই গাড়ি রাখা থাকবে গ্রাম থেকে অনেকেই জেলাসদরে কাজে যান কিন্তু তাঁদের বেশি টাকায় খাবার কিনে খেতে হয় তাই তাঁদের সুবিধার জন্যই ২১ টাকায় পেট ভরে ভাত, ডাল, মাছ, সবজি দেওয়ার উদ্যেগ সরকারের কলকাতায় পাইলট প্রকল্পের কাজে সাড়া মিলেছে তাই জেলাগুলিতে ২১শে অন্নপূর্ণা প্রকল্পের উদ্যেগ  নেওয়া হয়েছে সুতরাং আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায় রাজ্যের সকল জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর  জেলাবাসীরাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..