মালগাড়িতে আগুন লেগে যাওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়াল ডালখোলা স্টেশন ও স্টেশন চত্বর এলাকায়
1 min read
প্রদীপ সিনহা ঃ- মালগাড়িতে আগুন লেগে যাওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ডালখোলা স্টেশন ও স্টেশন চত্বর এলাকায় । মালগাড়িতে আগুন লাগার ঘটনা টি ঘটে ডালখোলার রেল গেটে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে । ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ব্যাহত হয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়কে যানচলাচল। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ডালখোলা স্টেশনে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছেছে ডালখোলা থানার পুলিশ।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, আজ বেলা দেড়টা নাগাদ একটি গোবর সার বোঝাই মালগাড়ি বিহারের কাটিহার থেকে অসমের গৌহাটি যাচ্ছিল। ডালখোলা স্টেশনের একটু দূর থেকেই ট্রেনের গার্ড একটি বগিতে আগুন দেখতে পায়। ডালখোলা স্টেশনে মালগাড়িটি দাঁড় করিয়ে তার ইঞ্জিন আলাদা করে দেওয়া হয়। ইসলামপুর থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। মালগাড়িতে আগুনের ঘটনায় অবরুদ্ধ হয়ে পরে ৩৪ নম্বর জাতীয় সড়ক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।